Published : 29 May 2025, 07:18 PM
ঘনিয়ে আসছে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষের সময়। শৈশবের ক্লাবটিতে রয়ে যাবেন নাকি বেছে নেবেন নতুন ঠিকানা, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ব্রাজিলিয়ান তারকা।
পারস্পরিক সমঝোতায় সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর গত জানুয়ারিতে পাঁচ মাসের চুক্তিতে সান্তোসে যোগ দেন নেইমার। আগামী ৩০ জুন শেষ হবে সেই চুক্তি। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের রেকর্ড স্কোরারকে ধরে রাখতে চায় সান্তোস।
চোটজর্জর ক্যারিয়ারে আরেক দফা চোট কাটিয়ে এক মাসের বেশি সময় পর গত সপ্তাহে সান্তোসের হয়ে মাঠে ফেরেন নেইমার। কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি, যেখানে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তার দল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে প্রীতি ম্যাচে লাইপজিগের বিপক্ষে শুধু প্রথমার্ধে খেলানো হয় তাকে। জার্মান ক্লাবটির বিপক্ষে ৩-১ গোলে হারের পর নেইমার বলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন ১২ জুনের পর।
“আমি এখনও জানি না। এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। আগেই বলেছি, আমি জানি না, কারণ এখনও এটা নিয়ে ভাবছি। তিন দিন পর আবার আমাকে জিজ্ঞেস করার কোনো মানে নেই, কারণ উত্তর একই হবে। আমি কেবল ১২ জুনের পর সিদ্ধান্ত নেব।”
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপের কারণে আগামী ১২ জুন থেকে ব্রাজিলের শীর্ষ লিগ এক মাসের জন্য স্থগিত থাকবে।
সান্তোসের সঙ্গে নেইমার তার চুক্তির মেয়াদ বাড়াবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তার বাবা ও এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস বললেন, ছেলের ভবিষ্যতের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং অন্যান্য বিকল্পও সামনে আছে।
“৩০ জুন সবাই জানতে পারবে আমরা এখানে চালিয়ে যাব কি না। আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। নেইমারের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং চুক্তি নবায়ন নিয়ে এখনও আলোচনা হয়নি।”
“চুক্তি নবায়ন অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। নেইমারকে গ্রহণ করা বা না করার পূর্ণ স্বাধীনতা সান্তোসের আছে। এখন আমাদের জানতে হবে নেইমারকে ধরে রাখার জন্য সান্তোসের কাঠামো আছে কি না। এটা আমাদের ওপর নির্ভর করে না... এখন নেইমারের কি বাজারমূল্য আছে? তার আছে।”