বিশ্বকাপ বাছাই
Published : 06 Jun 2025, 04:30 PM
কোচ বদলালেও ব্রাজিলের মাঠের পারফরম্যান্সে এখনও কোনো পরিবর্তন আসেনি। ডাগআউটে কার্লো আনচেলত্তির অভিষেকে আগের মতোই বিবর্ণ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে অবশ্য কোচের কোনো দায় দেখছেন না ভিনিসিউস জুনিয়র ও কাসেমিরো। তাদের মতে, কেবলই তো কাজ শুরু করলেন এই ইতালিয়ান।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার একুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন্য শট ও লক্ষ্যে রাখা শট- প্রতিটি ক্ষেত্রেই প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল তারা। প্রায় ৪৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য কেবল তিনটি শট নিতে পারে সেলেসাওরা, এর দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে একুয়েডরের সাত শটের তিনটি ছিল লক্ষ্যে।
কয়েক বছর ধরেই ব্যর্থতার বৃত্তে বন্দি ব্রাজিল। সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা দলটিকে কক্ষপথে ফেরাতে গত মাসের শেষ দিকে দায়িত্ব নেন ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা জয়ী আনচেলত্তি।
আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর পর দলের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগ পাননি তিনি। তার কোচিংয়ে কেবল কয়েক দিনের অনুশীলনের পরই বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে নামতে হয়েছে ব্রাজিলকে। যেখানে দলটির পারফরম্যান্সে উন্নতির ছাপ পড়েনি।
রেয়াল মাদ্রিদে আনচেলত্তির কোচিংয়ে খেলার অভিজ্ঞতা আছে কাসেমিরো ও ভিনিসিউসের। একসঙ্গে তাদের দারুণ সব সাফল্যের স্মৃতিও আছে।
রেয়াল মাদ্রিদের সফলতম কোচের হাত ধরে এখানেও সময়ের সঙ্গে ভালো করতে আশাবাদী লম্বা সময় পর জাতীয় দলে ফেরা মিডফিল্ডার কাসেমিরো।
“একুয়েডর অনেক দৃঢ়তা দেখিয়েছে, অনেক দিন ধরে তার ভালো খেলছে। ধীরে ধীরে আমরা উন্নতি করব। আজকে আমাদের রক্ষণভাগ দৃঢ় ও শক্তিশালী ছিল।”
“দলে ফিরতে পারা এবং ভালো করতে পারা অনেক আনন্দের। নতুন কোচের সঙ্গে মাত্র দুই-তিন দিন কাটিয়েছি। দলের আবহ ভালো। পরিবেশ চমৎকার।”
আনচেলত্তির কোচিংয়ে গত চারটি বছর রেয়াল মাদ্রিদে খেলেছেন ভিনিসিউস। তাই এই কোচের কৌশল সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার। একুয়েডর ম্যাচের পর তারকা এই ফরোয়ার্ড বললেন, “আনচেলত্তি এখনও আমাদের তার পরিকল্পনা দেখানোর সময় পাননি। মাত্র দুই বা তিন দিন ট্রেনিং হয়েছে।”
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে এটি ব্রাজিলের পঞ্চম ড্র। সঙ্গে পাঁচ জয়ে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।
এই অঞ্চলের বাছাইপর্বে শীর্ষ ৬ দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপে। ভিনিসিউস বললেন, ভালো অবস্থায় বাছাইপর্ব শেষ করতে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
“আমরা সবকিছু সামলে নেব। সামনেই বিশ্বকাপ (২০২৬ সালে) এবং দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব শেষে ভালো অবস্থায় থাকতে এবং বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে নিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল।