আন্তর্জাতিক ফুটবল
Published : 04 Jun 2025, 10:28 PM
কোনো চোট সমস্যা এই মুহূর্তে নেই লিওনেল মেসির। তবে সাত মাস পর জাতীয় দলে ফেরা এই মহাতারকার বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে খেলা নিশ্চিত নয়। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, অধিনায়কের শুরুর একাদশে থাকার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তারা।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় আগামী শুক্রবার সকাল ৭টায় চিলির মাঠে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির খেলা নিয়ে প্রশ্নে বুধবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আরও আলোচনার পর সিদ্ধান্ত নেবেন তারা।
“তার সঙ্গে কথা বলছি আমি, আমরা এখনও কথা বলছি। আমরা সিদ্ধান্ত নিইনি যে, সে ম্যাচ শুরু করবে কি-না। শারীরিকভাবে সে কেমন বোধ করছে, সেটা জানা ভালো হবে।”
“এমনিতে সে খেলার জন্য প্রস্তুত, তারপর আমরা মূল্যায়ন করব। সে গত শনিবার ভালো একটি ম্যাচ খেলে ফিরেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং আমরা সিদ্ধান্ত নেব।”
পেশির চোটের কারণে গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে খেলতে পারেননি মেসি। ওই সময়ই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঝে কিছুদিন বিবর্ণ থাকলেও, সবশেষ দুটি ম্যাচে চেনা রূপে দেখা গেছে মেসিকে। মেজর লিগ সকারে গত বুধবার মন্ট্রিয়লের বিপক্ষে দলের ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। পরে শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ ব্যবধানের জয়ে দুটি গোল করা ছাড়াও বাকি তিনটি গোলেও অবদান রাখেন তিনি।
ওই দুই ম্যাচেই তিনি খেলেন পুরো ৯০ মিনিট। গত এপ্রিল থেকে ক্লাবের কোনো ম্যাচে বাইরে থাকতে হয়নি তাকে।
চোট ও নিষেধাজ্ঞার কারণে নিয়মিত খেলোয়াড়দের ছয় জনকে চিলির বিপক্ষে পাবেন না স্কালোনি। দলে আছেন তিন নতুন মুখ। আগেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাওয়ায় নতুন কিংবা অন্যদের সুযোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ।
“অনেকে অনুপস্থিত থাকবে, বিশেষ করে মাঝমাঠে। আমি শুরুর একাদশ নিশ্চিত করিনি, কারণ এটা নির্ভর করবে অনুশীলনের ওপর। তবে আমরা এমন ছেলেদের খেলার সুযোগ দেব, যারা খুব বেশি খেলেনি, এটা তাদের খেলার সময়।”
“ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ, তবে আমরা মনে করি, এখন তা নয়। খেলোয়াড়দের ভালোভাবে মানিয়ে নেওয়ার এবং জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নিশ্চিত করার চেষ্টা করব আমরা।”
চিলি ম্যাচের পর বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বকাপজয়ীরা।
১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আছে আর্জেন্টিনা।
২০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়া। ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সবার নিচে চিলি।
এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।