Published : 29 Mar 2025, 05:04 PM
লা লিগা প্রধান হাভিয়ের তেবাস ও রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির মধ্যে তিক্ততা দিনে দিনে বেড়েই চলেছে। ওই ফুটবল কর্মকর্তার নানা কথায় বিরক্ত হয়ে আনচেলত্তি সম্প্রতি কটাক্ষ করে বলেন, ‘জানতাম না যে, তিনি কোচ হতে চান।’ ক্ষুব্ধ হয়ে তেবাস এবার পাল্টা তির ছুড়লেন; ‘পাঁচ নাকি তিন বদলি’ নিয়ে আনচেলত্তিরই পূর্বের নানা সময়ের মন্তব্য সামাজিক মাধ্যমে তুলে ধরে নতুন করে বিতর্ক উস্কে দিলেন তেবাস।
দুজনের মধ্যে নতুন এই বিতর্কের সূত্রপাত গত ১৫ মার্চ আনচেলত্তির ঠাসা সূচি নিয়ে একটা মন্তব্য ঘিরে। ভিয়ারেয়ালের বিপক্ষে সেদিন জয়ের পর ক্ষোভ প্রকাশ করে আনচেলত্তি বলেন, ৭২ ঘণ্টার কম বিরতিতে আর কোনো ম্যাচ খেলবে না তারা।
বৃহস্পতিবার এক সম্মেলনে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তেবাস পরোক্ষভাবে আনচেলত্তিকে কটাক্ষ করেন, “কোভিডের কারণে ম্যাচে পাঁচ জন বদলি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তারপর ৮৫তম মিনিটে আপনি তিনটি বদলি নামান এবং অভিযোগ করেন।”
লা লিগায় শনিবার লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রেয়াল মাদ্রিদ। আগের দিন সংবাদ সম্মেলনে তেবাসের মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, লা লিগা প্রধানের তার নিজের কাজেই বেশি মনোযোগী হওয়া উচিত।
“আমি জানতাম (তেবাস) রেয়াল মাদ্রিদের প্রতি আচ্ছন্ন, কিন্তু জানতাম না যে, তিনি কোচ হতে চান।”
অভিজ্ঞ ইতালিয়ান কোচের ওই কথা যে একেবারের সহ্য করতে পারেননি তেবাস, তা বুঝিয়ে দিতে ২৪ ঘণ্টাও সময় নেননি তিনি।
কোভিড মহামারীর আগে ফুটবল ম্যাচে প্রতিটি দল তিন জন করে বদলি খেলোয়াড় নামাতে পারত, ওই কঠিন সময়ে সেটা পাঁচ জন করা হয়। আনচেলত্তি তখন কঠোরভাবে তিন জন বদলির পক্ষে ছিলেন। পরে অবশ্য তার মত বদলায়, পাঁচ জন বদলির পক্ষে দাঁড়ান তিনি। এই বিষয়ে নানা সময় তার বলা মন্তব্যগুলো এক্স-এ তুলে ধরেছেন তেবাস।
সেই সঙ্গে পোস্টের শুরুতে তেবাস লিখেছেন, “শুভ সকাল। এভারটনে থাকার সময় কার্লো আনচেলত্তির দারুণ কিছু মন্তব্য: ‘আমার ব্যক্তিগত মতামত এই যে, ম্যাচের চিত্র বদলে দিতে তিন জন বদলি খেলোয়াড়ই যথেষ্ট। পাঁচ জন হলে, আমি জানি না। আমার মনে হয়, এটা খেলার তীব্রতা পাল্টে দিতে পারে। আমি বুঝতে পারছি, কিছু মানুষ এটা পাঁচ চায়। তবে ব্যস্ত সূচিতে যদি একজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার প্রয়োজনই হয়, তাহলে আপনি ম্যাচের শুরুর আগেই তাকে স্কোয়াডের বাইরে রাখতে পারেন।’ স্কাই স্পোর্ট, ডিসেম্বর ১৮, ২০২০।”
রেয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে, ২০২১ সালে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে অবশ্য ওই বিষয়ে ভিন্ন মত জানান আনচেলত্তি। সেটাকেই তুলে ধরেছেন তেবাস।
“বদলি খেলোয়াড় নামানোটা জটিল বিষয়, কারণ আমি সিদ্ধান্ত বারবার পাল্টাই। শেষ দিকে যারা মাঠে নেমেছিল, তারা খুব ভালো করেছে। ইসকো, কামাভিঙ্গা, ইয়োভিচ ও রদ্রিগো ম্যাচের গতি-প্রকৃতি বদলে দিয়েছে। পাঁচ জন বদলি নামানোর সুযোগ থাকায় আমাদের দারুণ সুবিধা হয়েছে, কারণ আমাদের দলে দারুণ সব মেধা আছে।”
সাম্প্রতিক সময়ে রেয়াল মাদ্রিদ নিয়ে তেবাসের নানা মন্তব্য নিয়ে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হয়েছে। কিছুদিন আগে লা লিগার রেফারিং নিয়ে তীব্র আপত্তি এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে মাদ্রিদের ক্লাবটি। তখনও তাদের কড়া সমালোচনা করতে ছাড়েননি তেবাস।
এখন আবার দলটির কোচের প্রতি এমন মনোভাব তেবাসকে রেয়াল সমর্থকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তবে এই বিতর্কের উত্তাপ ছড়ানো হয়তো এখানেই শেষ নয়। আগের দিন আনচেলত্তি বলেছিলেন, ‘রেয়াল মাদ্রিদ ও কোচদের প্রতি তেবাসের সম্মানের অভাব রয়েছে।’
নতুন কী তির ছোড়েন আনচেলত্তি, দেখা যাক।