Published : 03 Jun 2025, 10:57 PM
আসন্ন ক্লাব বিশ্বকাপের জন্য নতুন কোচ খুঁজতে হবে ইন্টার মিলানকে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর ইতালিয়ান দলটির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সিমোনে ইনজাগি।
মিউনিখে গত শনিবারের ফাইনালে ৫-০ গোলে হারে ইন্টার। মঙ্গলবার ৪৯ বছর বয়সী ইনজাগির সরে দাঁড়ানোর কথা জানায় সেরি আর ক্লাবটি।
ইন্টারের জন্য ২০২৪-২৫ মৌসুমটা কেটেছে হতাশার। সেরি আর গতবারের চ্যাম্পিয়নরা এবার রানার্সআপ হয় নাপোলির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে থেকে। ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে বিধ্বস্ত হয় তারা।
পৃথক বিবৃতিতে ইনজাগি বলেছেন, এখানেই থামতে হচ্ছে তাকে।
“চার বছরের যাত্রার পর এই ক্লাবকে বিদায় জানানোর সময় এসেছে, এই সময়ে আমি সবকিছু দিয়েছি। আমি শেষ একটা কথা ইন্টারের লাখো ভক্তদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই, যারা আমাকে উৎসাহিত করেছেন, কেঁদেছেন ও কঠিন মুহূর্তে কষ্ট পেয়েছেন এবং আমরা একসঙ্গে যে ছয়টি সাফল্য পেয়েছি, তাতে হেসেছেন ও উদযাপন করেছেন। আপনাদের কখনই ভুলব না।”
ইন্টারের দায়িত্বে একটি সেরি আ, দুটি ইতালিয়ান কাপ ও তিনটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন ইনজাগি। তিন বছরের মধ্যে দুইবার হেরেছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে।
ইতালিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইনজাগি সৌদি প্রো লিগের দল আল-হিলালে যোগ দেবেন এবং ক্লাব বিশ্বকাপে তাদের দায়িত্ব সামলাবেন।
যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন শুরু হবে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ।