স্প্যানিশ ফুটবল
Published : 10 Feb 2025, 05:42 PM
রোনাল্দ আরাউহোর শরীরে হানা দিয়েছে নতুন চোট। প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার।
সেভিয়ার বিপক্ষে রোববার ৪-১ গোলে জয়ের ম্যাচে এই চোট পান ২৫ বছর বয়সী আরাউহো। ম্যাচে ষোড়শ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে বেকায়দায় পড়ে চোট পান তিনি। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি।
পরে টিভি ক্যামেরায় দেখা যায়, অ্যাঙ্কেলে বরফ লাগিয়ে বেঞ্চে বসে আছেন আরাউহো। তার চোটের অবস্থা জানতে শিগগিরই পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, পা মচকে গেছে আরাউহোর। সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে তার।
এমনটা হলে বার্সেলোনার জন্য হবে বড় ধাক্কা। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে দলের রক্ষণভাগের ভরসাদের একজনকে না পাওয়া ভোগাতে পারে তাদের।
আরাউহোকে ছাড়া লা লিগায় রায়ো ভাইয়েকানো, ওসাসুনা ও রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে হতে পারে বার্সেলোনার। এছাড়া কোপা দেল দের সেমি-ফাইনালের প্রথম লেগেও তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক অবশ্য আরাউহোর চোট নিয়ে অতটা চিন্তিত নন। ম্যাচ শেষে তিনি বলেন, “আরাউহোর অবস্থা জানার জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা গুরুতর চোট বলে মনে হচ্ছে না।”
আরাউহো ছিটকে পড়লে শুরুর একাদশে ফিরতে পারেন স্প্যানিশ ডিফেন্ডার ইনিগো মার্তিনেস।