এশিয়ান কাপ বাছাই
Published : 09 Jun 2025, 04:47 PM
প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বরাবরই আত্মবিশ্বাসী সুরে বলেন, জয়ই তার একমাত্র চাওয়া। সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে শোনা গেল সেই একই প্রত্যয়। ঘরের মাঠে, চেনা দর্শকের সামনে খেলা চাপ মনে হচ্ছে না তার, বরং অনুপ্রেরণা হিসেবে দেখছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলের সামনেই আছে বাছাইয়ের ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে ওঠার হাতছানি।
গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাই শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে একই ফল ছিল সিঙ্গাপুরেরও। এই গ্রুপে চার দলেরই পয়েন্ট সমান ১ করে।
সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে এক সপ্তাহের একটু বেশি সময় ধরে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। চলতি বাছাইয়ে এটাই দলের প্রথম হোম ম্যাচ। স্বাভাবিকভাবে গ্যালারি থাকবে কানায় কানায় পূর্ণ। তাদের প্রত্যাশার চাপ থাকবে। সমর্থকে ঠাসা গ্যালারির সামনে খেলতে হবে বলে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জামাল।
“আমরা ১০ জন দর্শকের সামনে খেলি বা ২০ হাজার দর্শকের সামনে খেলি, চাপ একই। আমাদের পারফরম করতে হবে। তো কত মানুষ কাল ম্যাচ খেলতে এলো, সেটা কোনো বিষয় নয়। দিনশেষে আমাদের জিততে হবে। দেশের জন্য আমাদের পারফরম করতে হবে। অবশ্যই আমরা দর্শকের উপস্থিতি অনুভব করব, কিন্তু আমাদের জিততে হবে, পারফরম করতে হবে।”
“এখন আমাদের প্রত্যাশাও অনেক বেশি। বিশেষ করে বাছাইয়ের সবশেষ ম্যাচের পর এই প্রত্যাশা বেড়েই চলেছে এবং আমাদের প্রত্যাশাও যে অনেক উঁচুতে, সেটা আমি মনে করি, দেশের মানুষদের, সমর্থকদের, নিজেদের এবং পরিবারকেও দেখানোর মুহূর্ত আগামীকাল।”
জয়ের প্রত্যাশা নিয়ে ঢাকায় এসেছে সিঙ্গাপুরও। সবশেষ প্রীতি ম্যাচে তারা ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। হাভিয়ের কাবরেরার বিশ্লেষণের তালিকায় স্বাভাবিকভাবে ছিল সিঙ্গাপুর-মালদ্বীপ ম্যাচটি। সিঙ্গাপুরকে শক্তিশালী মানলেও জামালের দৃঢ় কণ্ঠেই বললেন, তাদের গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশ।
“আমরা দেখলাম সিঙ্গাপুর বল পজেশনে খুবই ভালো। তো এই জায়গাটায় তাদের জন্য সমস্য তৈরি করতে হবে আমাদের। সিঙ্গাপুর বিল্ড-আপেও খুবই ভালো । সেট-পিসে তাদের আক্রমণভাগ ভালো, সেখানেও আমরা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারি। তবে, তাদের আমরা ধসিয়ে দিতে পারি।”