স্প্যানিশ ফুটবল
Published : 02 Jun 2025, 08:21 PM
পালাবদলের মধ্য দিয়ে যাওয়া বার্সেলোনাকে কক্ষপথে ফেরানোর একটা পুরস্কার পেলেন হান্সি ফ্লিক। কাতালান ক্লাবটিকে শিরোপা জিতিয়ে লা লিগার বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন তিনি।
ফ্লিকের কোচিংয়ে ঘরোয়া ফুটবলে দুর্দান্ত এক মৌসুম কাটায় বার্সেলোনা। ৩৮ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে স্পেনের শীর্ষ লিগের শিরোপা পুনরুদ্ধার করে তারা।
রোমাঞ্চ জাগানো ফুটবল উপহার দিয়ে রেয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুই রাউন্ড বাকি থাকতেই শিরোপার নিষ্পত্তি করে ফেলে বার্সেলোনা। আসরে ৩৮ ম্যাচে দলটি করে ১০২ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এবারের মৌসুমে যা সর্বোচ্চ।
বার্সলোনা এবার হেরেছে কেবল ৬ ম্যাচ। চলতি বছরের শুরু থেকে শিরোপা নিশ্চিত করা পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা।
চলতি মৌসুমে তিনবার মাস সেরা কোচের পুরস্কার জেতেন ফ্লিক। কার্লো আনচেলত্তি, দিয়েগো সিমেওনেদের মতো অভিজ্ঞ ও খ্যাতিমান কোচদের পেছনে ফেলে বার্সেলোনায় নিজের প্রথম মৌসুমেই জিতলেন বর্ষসেরার পুরস্কার।