Published : 17 Jun 2025, 11:45 AM
গত মৌসুমে কোনোরকমে অবনমন এড়ানো সেভিয়া নতুন মৌসুমের অভিযান শুরু করতে চায় নতুন রুপে। সেই প্রচেষ্টায় তাদের ভরসা মাতিয়াস আলমেয়দা। একসময় এই ক্লাবের হয়েই মাঠে নামা সাবেক আর্জেন্টাইন ফুটবলার এখন ফিরছেন কোচের ভূমিকায়।
তিন বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটির কোচের দায়িত্ব নিচ্ছেন আলমেয়দা। ৫১ বছর বয়সী সাবেক মিডফিল্ডার সবশেষ ছিলেন এ.ই.কে এথেন্সের দায়িত্বে।
খেলোয়াড়ি জীবনে সেভিয়ার হয়েই ইউরোপিয়ান ফুটবলে পা রেখেছিলেন আলমেয়দা। নিজ দেশের ক্লাব রিভার প্লেটে পাঁচ বছর খেলে ১৯৯৬ সালে তিনি নাম লেখান সেভিয়ায়। এরপর লাৎসিও, পার্মা, ইন্টার মিলান, ব্রেশ্যা হয়ে আরও কয়েকটি ক্লাবে খেলে রিভার প্লেটে খেলেই ২০১১ সালে ইতি টানেন ২০ বছরের খেলোয়াড়ি জীবনের।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এর মধ্যে ছিল ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপও।
খেলা থেকে অবসর নিয়ে ওই বছরই কোচিং ক্যারিয়ার শুরু করেন সেই রিভারপ্লেটের হয়েই। এরপর নানা ক্লাব হয়ে ২০২২ সালে ইউরোপিয়ান ফুটবলে প্রথমবার কোচিংয়ের সুযোগ পান এ.ই.কে. এথেন্সে। দুই মৌসুমের চুক্তির প্রথম মৌসুমেই তার কোচিংয়ে ঘরোয়া ‘ডাবল’ জিতে নেয় ক্লাবটি। পরের মৌসুমের আগেই তার চুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০২৮ পর্যন্ত। কিন্তু এই মৌসুমের ব্যর্থতার পর গত মাসেই ক্লাব ছাড়তে হয় তাকে।
এরপর নতুন ঠিকানা খুঁজে পেলেন তিনি দ্রুতই।