চ্যাম্পিয়ন্স লিগ
Published : 11 Mar 2025, 04:53 PM
নতুন দিন, নতুন ম্যাচ, নতুন শুরু; চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের লড়াইকে এভাবেই দেখছেন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি। বায়ার লেভারকুজেনকে উড়িয়ে দেওয়া প্রথম লেগের ম্যাচটি এখন তার কাছে অতীত। তাই কোয়ার্টার-ফাইনালে উঠতে প্রতিপক্ষের মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালে ওঠার প্রথম ধাপটা দাপটের সঙ্গে পার করে বায়ার্ন। ঘরের মাঠে বুন্ডেসলিগার প্রতিদ্বন্দ্বীদের ৩-০ গোলে হারায় তারা। দ্বিতীয় লেগ হবে লেভারকুজেনের মাঠে, তাই এবারের চ্যালেঞ্জটা হতে পারে বেশ কঠিন।
গত কয়েক বছরে লেভারকুজেনের বিপক্ষে পেরে উঠছিল না বায়ার্ন। সবশেষ ম্যাচের আগে শাবি আলোন্সোর দলের বিপক্ষে ছয়বারের দেখায় তিনটিতেই হেরেছিল তারা, বাকি তিনটি ড্র।
ব্যর্থতার সেই শেকল ভেঙেছে, প্রথম লেগের বড় জয়ে শেষ আটের সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে; তবে নির্ভার হতে চান না কোম্পানি। বললেন, প্রতিটি ম্যাচের মতো মঙ্গলবার জয়ের লক্ষ্যেই নামবেন তারা।
“এভাবে (৩-০তে এগিয়ে থাকার কথা ভাবনায় রেখে) মাঠে নামতে পারেন না। কোনো ম্যাচ শুরু হয়ে গেলে, সবসময় সেটা জেতাই মুখ্য হয়ে যায়।”
“জয়ের জন্য আমাদের সেরা পারফরম্যান্স করতে হবে। কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।”
চ্যাম্পিয়ন্স লিগে লেভারকুজেনের বিপক্ষে জয়ের পরই অবশ্য একটা ধাক্কা খেয়েছে বায়ার্ন। বুন্ডেসলিগায় তারা হেরে গেছে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল বোহমের বিপক্ষে। বায়ার্ন ম্যাচের পর লিগে ভার্ডার ব্রেমেনের বিপক্ষেও হেরেছে লেভারকুজেন।