ফিফা ক্লাব বিশ্বকাপ
Published : 24 Jun 2025, 08:19 PM
বিশ্বকাপের ১২ মাসের কম সময় বাকি থাকতে খেলোয়াড়, কোচদের সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের মাঠগুলো। এবার কঠোর সমালোচনা করেছেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। তার মতে, সিয়াটল সাউন্ডার্সের মাঠে বল যেন খরগোশের মতো লাফাচ্ছিল।
সিয়াটলকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পিএসজি। ম্যাচটি হয়েছে মেজর লিগ সকারের দল সিয়ালটল সাউন্ডার্স ও ন্যাশনাল ফুটবল লিগের দল সিয়াটল সিহক্সের মাঠ লুমেন ফিল্ডে। এমনিতে এখানে আর্টিফিসিয়াল টার্ফ থাকলেও ক্লাব বিশ্বকাপ হচ্ছে সাময়িকভাবে আনা হাইব্রিড ঘাসের মাঠে।
এই মাঠে খেলা একদমই পছন্দ হয়নি এনরিকের। বিশ্বকাপকে বিশ্বের সবচেয়ে উঁচু মানের প্রতিযোগিতা হিসেবে দেখতে চাইলে, ফিফাকে অনুশীলন মাঠ ও মূল মাঠের মান বিবেচনায় রাখার তাগিদ দিলেন পিএসজি কোচ।
“আমি চিন্তাও করতে পারি না, একটি এনবিএ কোর্ট গর্তে ভরা। যে মাঠে খেলা হয় সেটাকে আমি খুবই গুরুত্ব দেই, আর আমি এই কথা বলছি যেদিন আমরা ম্যাচ জিতেছি।”
“এখানে বল এমনভাবে বাউন্স করছিল যেন একটা খরগোশ লাফাচ্ছিল।”
গত মাসের শেষে ইন্টার মিলানকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অধরা শিরোপা জয় করে পিএসজি। নিজেদের ইতিহাসে প্রথমবার ট্রেবল জয় করা দলটির যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে মানিয়ে নিতে সংগ্রাম করতে হচ্ছে। তবে শেষ পর্যন্ত সেখানে ভালো করার পথ করে নিতে পারায় খুশি এনরিকে।
“লুমেন ফিল্ড একটি উদাহরন। সাধারণত এখানে আর্টিফিসিয়াল টার্ফ ব্যবহৃত হয় আর এখন আছে প্রাকৃতিক ঘাস, যেটায় তাদের হাতে করে পানি দিতে হচ্ছে। তারা প্রথমার্ধ শেষে বিরতির সময় পানি দিয়েছে, কিন্তু ১০ মিনিটের মধ্যে মাঠ ফের শুকিয়ে গেছে।”
“আমাদের খেলার জন্য এটা একটা সমস্যা। ইউরোপের মাঠ থেকে এটা ভিন্ন। এখানে ঘাস আলাদা, তাই আমাদের খেলার যে একটা মসৃনতা আছে সেটা এখানে ধরে রাখা সহজ নয়। তবে আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং আমরা খুব খুশি।”
আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হবে ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। চলতি ক্লাব বিশ্বকাপের অভিজ্ঞতায় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট ঘিরে শঙ্কা জাগছে।
মাঠের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের তীব্র গরমও ভোগাচ্ছে ফুটবলারদের। বরুশিয়া ডর্টমুন্ডের বদলি খেলোয়াড়রা ম্যাচের প্রথমার্ধে দেখেন ড্রেসিংরুমে বসে। গরমের জন্য ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি চেলসি।