জার্মান ফুটবল
Published : 29 May 2025, 05:59 PM
ক্লাব বিশ্বকাপের আগে রক্ষণভাগের শক্তি আরও বাড়িয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মানির ডিফেন্ডার জোনাথান টাহকে ফ্রি এজেন্ট হিসেবে দলে যোগ করেছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা।
২৮ বছর বয়সী টাহর সঙ্গে চার বছরের চুক্তি করার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে বায়ার্ন।
মৌসুম শেষে বায়ার্ন লেভারকুজেন ছাড়ার কথা গত মাসে ঘোষণা করেছিলেন টাহ। তখন তার বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু আরেক জার্মান ক্লাবকেই বেছে নিলেন তিনি।
২০১৫ সালে লেভারকুজেনে যোগ দিয়ে দলটির হয়ে মোট ৪০২ ম্যাচ খেলে রক্ষণ সামলানোর পাশাপাশি ১৮টি গোল করেছেন টাহ, সঙ্গে ১৩টি অ্যাসিস্ট।
২০২৩-২৪ মৌসুমে লেভারকুজেনের একমাত্র বুন্ডেসলিগা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান ছিল টাহর।