জার্মান ফুটবল
Published : 17 May 2025, 11:20 PM
শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা হফেনহাইমের বিপক্ষে প্রত্যাশিত দাপুটে পারফরম্যান্সই উপহার দিল বায়ার্ন মিউনিখ। আগেই লিগ শিরোপা পুনরুদ্ধারের পর গোল উৎসব করে মৌসুমের শেষটা রাঙাল জার্মান জায়ান্টরা।
প্রতিপক্ষের মাঠে শনিবার শেষ রাউন্ডের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বায়ার্ন। একটি করে গোল করেছেন মাইকেল ওলিসে, জসুয়া কিমিখ, সের্গে জিনাব্রি ও হ্যারি কেইন।
৩৪ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল ভিনসেন্ট কোম্পানির দল।
এবারের লিগে কেইনের ২৬ গোলের চেয়ে বেশি করতে পারেননি কেউ। গত মৌসুমেও লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইংলিশ তারকা স্ট্রাইকার, করেছিলেন ৩৬ গোল।
এতে একটি রেকর্ডেও নাম উঠে গেল ২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া কেইনের। বুন্ডেসলিগায় প্রথম ফুটবলার হিসেবে নিজের প্রথম দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।
শিরোপা ধরে রাখতে না পারা বায়ার লেভারকুজেন দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করেছে। ৩৪ ম্যাচে ১৯ জয় ও ১২ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৯।
লেভারকুজেনের দায়িত্বে শেষটা জয়ে রাঙানো হলো না গত মৌসুমে ক্লাবটিকে প্রথম লিগ শিরোপা জেতানো কোচ শাবি আলোন্সো। শেষ রাউন্ডে মাইন্সের বিপক্ষে ২-২ ড্র করেছে তার দল।
মাইন্সের আঙিনায় এই ড্রয়ে একটি রেকর্ড অবশ্য গড়েছে লেভারকুজেন। প্রতিপক্ষের মাঠে টানা ৩৪ ম্যাচে হারেনি তারা, বুন্ডেসলিগায় যা সর্বোচ্চ, ভেঙে দিল বায়ার্ন মিউনিখের রেকর্ড।
এদিন আরেক ম্যাচে ফ্রেইবুর্ককে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়েছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। ৩৪ ম্যাচে ১৭ জয় ও ৯ ড্রয়ে ৬০ পয়েন্ট তাদের।
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ইউরোপ সেরার মঞ্চে খেলার চতুর্থ টিকেটটি নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। ফ্রেইবুর্কের পরাজয়ও তাদের পক্ষে গেছে। সবশেষ সাত লিগ ম্যাচের মধ্যে ৬টি জিতে দশম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ডর্টমুন্ড। ৩৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৭।
৩৪ ম্যাচে ১৬ জয় ও ৭ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করা ফ্রেইবুর্ক খেলবে আগামী মৌসুমের ইউরোপা লিগে। আর মাইন্স লড়বে ইউরোপা কনফারেন্স লিগে। সমান ম্যাচে ১৪ জয় ও ১০ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে তারা।
জার্মানির শীর্ষ প্রতিযোগিতা থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে হোলস্টেন কিল ও বোহম। আর ষোড়শ স্থানে থেকে লিগ শেষ করা হাইডেনহাইম খেলবে রেলিগেশন প্লে-অফে।