Published : 27 May 2025, 11:14 AM
গোলা ভরা ধান নেই, পুকুর ভরা মাছ নেই। ব্রাজিল দলটির এখন এমন অবস্থা। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। অর্জনের কমতি নেই আরও। কিন্তু সবই এখন রূপকথার গল্পের মতো। সাম্প্রতিক অতীত যে কেবলই দুঃস্বপ্ন আর হতাশাময়। দুঃসময়ের এই আঁধার সরিয়ে আবার সুদিনের আলো বয়ে আনতে চান কার্লো আনচেলত্তি। ব্রাজিলকে আবার সেরা করে তুলতে চান নতুন কোচ।
রেয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করে ব্রাজিলে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে সোমবার দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। তাকে স্বাগত জানান লুইস ফেলিপে স্কলারি, যার কোচিংয়ে ২০০২ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেটিই এখনও পর্যন্ত শেষবার। স্বপ্নের ‘হেক্সা’ এখনও অধরা ফুটবল পাগল দেশটির।
গত বিশ্বকাপে তারা কোয়ার্টার-ফাইনালে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে। এরপর থেকে চলছে আরও দুঃসময়। ওই আসরের পর থেকে ১৪ ম্যাচের পাঁচটিতে হেরেছে তারা। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় আছে চার নম্বরে।
খেলার ফলাফলের চেয়েও বড় কথা, মাঠের ফুটবলে সেই চেনা ব্রাজিল হারিয়ে গেছে অনেক দিন ধরেই। খেলায় নেই কোনো ছন্দ ও ধার।
সেই দলকেই পথে ফেরানোর ভার এখন আনচেলত্তির। ক্লাব ফুটবলের ইতিহাসের সফলতম কোচদের একজন প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন এই ৬৫ বছর বয়সে এসে। ব্রাজিলকে তিনি ফেরাতে চান আবার শীর্ষস্থানে।
“বিশ্বের সেরা দলকে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি সম্মানিত ও গর্বিত। অনেক বড় দায়িত্ব আমার সামনে।”
“আমি উচ্ছ্বসিত। চ্যালেঞ্জ এখানে বিশাল। তবে এই দলের সঙ্গে আমার বিশেষ এক সংযোগ ছিল সবসময়ই। আমরা কাজ করব ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করে তুলতে।’
আগামী ৬ জুন একুডরের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অভিযান শুরু করবে আনচেলত্তির ব্রাজিল। পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।
এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ছয়টি দল।