ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 31 Jan 2025, 10:49 PM
ম্যানচেস্টার সিটির বিপক্ষে গত মাসের লড়াইয়ে দল থেকে বাদ পড়ার পর আলেহান্দ্রো গার্নাচোর মনোভাবে পরিবর্তন দেখতে পাচ্ছেন হুবেন আমুরি। এতে ভীষণ খুশি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। বদলে যাওয়া তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ওল্ড ট্র্যাফোর্ডে রেখেই উন্নতি করে যেতে চান তিনি।
ইউরোপা লিগে স্টেউয়া বুকুরেস্টির বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন গার্নাচো। বৃহস্পতিবার রাতের লড়াইয়ে ২০ বছর বয়সী তরুণ গড়ে দেন দলের দ্বিতীয় গোলের ভিত।
আপাতত দলের বাইরে থাকা মার্কাস র্যাশফোর্ডের কথা এখনও বিবেচনা করছেন না ইউনাইটেড কোচ। তবে নিজের মধ্যে পরিবর্তন আনায় গার্নাচোকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
“সিটি ম্যাচের পরেই নিজেকে বদলে ফেলেছে সে। ব্যাপারগুলো সে বুঝতে পারছে এবং বুঝতে পারছে যে আমি কেবল তাকে সাহায্য করতে চাই। আমি কেবল ম্যাচ জিততে চাই। সে সবকিছু বদলে ফেলেছে। যখন আমি কথা বলি তখন তার মনোভাব, যেভাবে সে ম্যাচের পর রিকভার করে, সব বদলে ফেলেছ।”
“সে বুঝতে পেরেছে কখনও কখনও আমি একজন ভিন্ন কোচ, আমি নিজের মতো করে ওদের কাছ থেকে চাই। আমি মনে করি, সব যোগ্যতা গার্নাচোর আছে এবং সে উন্নতি করছে। আর আমরাও গার্নাচোর সঙ্গে উন্নতির ধারায় থাকতে চাই।”
গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছিল, দল ছাড়তে পারেন আর্জেন্টাইন উইঙ্গার। তার ব্যাপারে আগ্রহী চেলসি। আমুরির কথার পর পরিষ্কার, ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যাচ্ছেন গার্নাচো।
আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে প্রতিযোগিতার সফলতম দল ইউনাইটেড।
২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে আমুরির দল। ২৭ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে প্যালেস।