আন্তর্জাতিক ফুটবল
Published : 26 May 2025, 08:37 PM
আগামী মাসে পোল্যান্ড জাতীয় দলের দুই ম্যাচে খেলবেন না রবের্ত লেভানদোভস্কি। এর কারণও ব্যাখ্যা করেছেন দেশটির রেকর্ড স্কোরার ও বার্সেলোনা স্ট্রাইকার।
এই মৌসুমে বার্সেলোনার তিন শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন লেভানদোভস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে ৪২ গোল করেছেন ৩৬ বছর বয়সী তারকা।
রোববার লা লিগার শেষ রাউন্ড দিয়ে শেষ হয়েছে বার্সেলোনার ২০২৪-২৫ মৌসুম। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ওই ম্যাচে জোড়া গোল করে স্প্যানিশ ক্লাবটির জার্সিতে একশ গোলের মাইলফলক ছুঁয়েছেন লেভানদোভস্কি।
পরদিন সামাজিক মাধ্যমে এই ফুটবলার লেখেন, ক্লাবের হয়ে ব্যস্ত মৌসুমের পর আপাতত বিশ্রাম দরকার তার। সে কারণেই যোগ দেবেন না জাতীয় দলের ক্যাম্পে।
“প্রিয় সমর্থকরা! পরিস্থিতি ও ক্লাবের মৌসুমের তীব্রতার কারণে কোচ ও আমি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, জুনে পোলিশ জাতীয় দলের অনুশীলন শিবিরে যোগ দেব না। লাল ও সাদা পোশাকে খেলা সবসময়ই আমার জন্য স্বপ্নের মতো, তবে কখনও কখনও শরীর সংকেত দেয় যে, খেলার জন্য কিছুদিন বিশ্রামের প্রয়োজন।”
“আমি আমার হৃদয় দিয়ে খেলোয়াড়দের সমর্থন করি এবং বিশ্বাস করি যে, সামনে আমাদের সুন্দর মুহূর্ত ও অনেক লক্ষ্য অর্জনের আছে। শিগগিরই দেখা হবে।”
প্রীতি ম্যাচে আগামী ৬ জুন মলদোভার বিপক্ষে খেলবে পোল্যান্ড। আর ১০ জুন বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ডের মুখোমুখি হবে তারা।
২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘জি’ গ্রুপে দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড।
গত মার্চে প্রথম ম্যাচে লিথুনিয়ার বিপক্ষে লেভানদোভস্কির একমাত্র গোলেই জিতেছিল তারা। জাতীয় দলের হয়ে সেটি ছিল এই তারকার ৮৫তম গোল। দলটির হয়ে সবচেয়ে বেশি ১৫৮ ম্যাচ খেলার রেকর্ডও তার।
আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত মাঠে ফিরবে না বার্সেলোনা। তাই লম্বা ছুটিই পাচ্ছেন লেভানদোভস্কিরা।