স্প্যানিশ ফুটবল
Published : 27 May 2025, 06:14 PM
দিন যত যাচ্ছে, লামিনে ইয়ামালের ফুটবলে মুগ্ধতার ব্যাপ্তি তত বাড়ছে। খেলোয়াড় ও কোচদের প্রশংসায় নিয়মিতই ভাসেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড। এবার তার উচ্ছ্বসিত প্রশংসা করলেন ফ্রান্স ও রেয়াল মাদ্রিদ কিংবদন্তি জিনেদিন জিদান।
একটি ইভেন্টে ১৭ বছর বয়সী ইয়ামালকে নিয়ে কথা বলেন রেয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো কোচ জিদান।
“যখন আপনি তাকে খেলতে দেখবেন, উদাহরণ হিসেবে ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের কথাই বলা যাক, এমন কিছু আমি কখনও দেখিনি। মাঠে নিজের কারুকাজের ওপর একজনের এতটা নিয়ন্ত্রণ এই প্রথম দেখলাম।”
দুর্দান্ত সব পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে দাভিদ ভিয়া, সিমোনে ইনজাগি, কোল পালমার, বুকায়ো সাকা আলেস্সান্দ্রো বাস্তোনিসহ অনেকের প্রশংসা কুড়িয়েছেন ইয়ামাল। দীর্ঘ এই তালিকায় এবার যুক্ত হলেন জিদান।
“তাকে দেখে আমরা সবাই আনন্দ পেয়েছি। আর সে কারণেই তরুণ খেলোয়াড়দের লামিনের খেলা দেখা উচিত।”
রেয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে আপাতত কোচিং থেকে দূরে আছেন জিদান। ভবিষ্যতে সুযোগ এলে ফ্রান্স জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছার কথা ফের জানালেন তিনি।
“আবার কোচিংয়ে ফিরতে নিজেকে শতভাগ তৈরি মনে হচ্ছে। অবশ্যই (ফ্রান্স জাতীয় দলকে কোচিং করানোর) আকাঙ্ক্ষা আছে। তবে বর্তমানে দলটিতে একজন কোচ আছে। আমাদের অবশ্যই এর সম্মান করতে হবে এবং সেটাই আমরা করি। তবে যখন সময় আসবে, তখন যদি সুযোগ আসে তাহলে সেটা হবে দারুণ আনন্দের।”