Published : 13 Aug 2021, 05:33 PM
বার্সেলোনায় মেসির সঙ্গে খেলেছেন ফাব্রেগাস, ছিলেন দলটির সোনালী সময়ের সাক্ষী। সময়ের পালাবদলে দুই সাবেক সতীর্থ এখন একে অন্যের প্রতিপক্ষ। স্প্যানিশ মিডফিল্ডার আগে থেকেই আছেন মোনাকোতে। অনেক নাটকীয়তার জন্ম দিয়ে তিন দিন আগে মেসি যোগ দেন পিএসজিতে।
বন্ধুকে নতুন লিগে স্বাগত জানিয়েছেন ফাব্রেগাস। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, লিগ ওয়ানকে একপেশে লড়াই ভাবা হলেও বাস্তবতা তা নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার বলেন, মেসির জন্যও কাজটা কঠিন হতে যাচ্ছে।
“অবশ্যই, পিএসজি লিগ জিততে না পারলে সবাই সেটাকে বিপর্যয় হিসেবে দেখে। কারণ তারা অনেক টাকা খরচ করেছে।”
“সবাই এটিকে ওয়ান-টিম লিগ হিসেবে দেখে, কিন্তু গত পাঁচ বছরে মোনাকো ও লিল সেই ধারণা ভেঙ্গে দিয়েছে। মানুষ যতটা সহজ ভাবে এখানে লড়াই ততটা সহজ নয়। এখানে অনেক তীব্র লড়াই হয়, অনেক আক্রমণাত্মক দল আছে, খুব দ্রুতগতির ও শক্তিশালী খেলোয়াড় রয়েছে।”
এটা ঠিক যে গত এক দশকে ফরাসি ফুটবলের ঘরোয়া ফুটবলে আধিপত্য দেখিয়েছে পিএসজি। একদিকে দলটির একচেটিয়া সাফল্য, অন্যদিকে লিগে প্রতিদ্বন্দিতার অভাব-ফলে প্রতিনিয়ত লিগ ওয়ানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এমনও বলা হয়ে থাকে, মৌসুম শুরুর আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় পিএসজি। অন্য দলগুলোর মধ্যে লড়াই হয় পরবর্তী জায়গা নিয়ে।
তবে গত মৌসুমেই তীব্র প্রতিদ্বন্দিতার পর শেষ রাউন্ডে গিয়ে লিলের কাছে লিগ শিরোপা হারায় নেইমার-এমবাপের দল। এর আগে ২০১৬-১৭ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মোনাকো।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর গত মঙ্গলবার দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। এমন একজনের বিপক্ষে খেলার ইচ্ছা যেকোনো খেলোয়াড়েরই থাকে। ব্যতিক্রম নন ফাব্রেগাসের সতীর্থরাও। তবে স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য চান, মেসিকে নিয়ে অতিরিক্ত ভেবে যেন খেই না হারিয়ে ফেলেন মোনাকো খেলোয়াড়রা।
“লিওনেল মেসির বিপক্ষে খেলার ভাবনায় সব ছেলেরা খুব রোমাঞ্চিত। সবাই তার জার্সি চায়। আমি ওদের বলেছি আমরা আছি ২৫ জন, মাত্র একজন (তার জার্সি পাবে)।”
“মোনাকোর দারুণ মেধাসম্পন্ন তরুণ খেলোয়াড় আছে। তাদের জন্য এটা খুব ভালো পরীক্ষা হতে যাচ্ছে। বিশ্বসেরা খেলোয়াড় যখন সামনে থাকবে, তখন তারা দেখাতে চাইবে তারা কি করতে পারে। আমাদের শুধু মেসিকে নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের কা্জ করে যেতে হবে।”