Published : 27 Feb 2022, 07:36 PM
দুই প্রতিবেশী দেশের কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেইনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী। শুক্রবার তারা রাজধানী কিয়েভে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সংঘর্ষ আরও বেড়ে যায়। রোববার ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভে তীব্র লড়াই হয়েছে।
বাছাইয়ের প্লে-অফে সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হবে তারা।
তবে হামলার পর রাশিয়ায় বাছাইয়ের ম্যাচ আয়োজনের বিপক্ষে একযোগে অবস্থান নেয় পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। গত শুক্রবার উয়েফা তাদের জরুরি সভা শেষে রাশিয়া ও ইউক্রেইনের ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের হোম ম্যাচগুলো ওই অঞ্চলের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেয়।
উয়েফার ওই ঘোষণার পরদিনই আরও কঠোর অবস্থায় নেয় পোল্যান্ড। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেসারে কুলেসা বলেন, তারা রাশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলবেন না। একই দিন সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে জানায়, ম্যাচটি যেখানেই হোক না কেন রাশিয়ার সঙ্গে খেলা সম্ভব নয়। রোববার একইরকম ঘোষণা দিল চেক রিপাবলিক ফুটবল অ্যাসোসিয়েশনও।
“চেক ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি, স্টাফ সদস্য ও জাতীয় দলের খেলোয়াড়রা সম্মত হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে রাশিয়ান জাতীয় দলের বিপক্ষে খেলা সম্ভব নয়, এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও নয়। আমরা সবাই যত দ্রুত সম্ভব যুদ্ধের শেষ দেখতে চাই।”
উয়েফার ঘোষণা সত্ত্বেও, বাছাইয়ের ম্যাচ কোথায় হবে, রাশিয়া এর অংশ থাকতে পারবে কি-না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফার ওপর নির্ভর করছে।
ফিফা সবশেষ গত বৃহস্পতিবার জানায়, তারা এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাছাইপর্বের বিষয়ে আপডেট যথাসময়ে জানানো হবে। এরপর আর কিছু জানায়নি সংস্থাটি।
বাছাইয়ের ম্যাচ আছে ইউক্রেইনেরও। ২৪ মার্চ তাদের খেলার কথা আছে স্কটল্যান্ডের মাঠে।