চ্যাম্পিয়ন্স লিগ
Published : 26 May 2025, 05:30 PM
সারা বছর ওই জার্সির দিকে কেউ ফিরেও তাকাননি, ছিল না কোনো চাহিদা। হুট করে মার্সেইয়ে সবচেয়ে আরাধ্য জিনিসে পরিণত হয়েছে ইন্টার মিলানের জার্সি! চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্বদেশের ক্লাব পিএসজিকে সমর্থন করছেন না অলিম্পিক মার্সেইয়ের ভক্তরা। ইতালির ক্লাব ইন্টারকে সমর্থন জানাতে দলটির জার্সি কিনছেন তারা অকাতরে।
মার্সেই একমাত্র ফরাসি দল যাদের কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা জয়ের ইতিহাস আছে। ১৯৯৩ সালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ফ্রান্সে এনেছিল তারা।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলা্ন ও পিএসজি।
ম্যাচটি ঘিরেই ফ্রান্সের বন্দর নগরীটিতে এখন প্রচুর বিক্রি হচ্ছে মিলানের আরেক দল ইন্টারের জার্সি।
মার্সেইয়ের একটি বড় ক্রীড়া বিপনীর বিক্রেতা ইসমায়েল ফরাসী টেলিভিশন চ্যানেল বিএফএমকে বলেন, ঘরোয়া ফুটবলের প্রবল প্রতিদ্বন্দ্বী পিএসজি নয়, ইন্টারকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সমর্থন করছেন তারা।
“পাগলাটে ব্যাপার, সবাই ইন্টারের জার্সি চাচ্ছে। সারা বছর, কোনো চাহিদা ছিল না, কেউই এই জার্সি চায়নি। আর এখন, মনে হচ্ছে পুরো মার্সেই শহর যেন ইন্তারিস্তায় (ইন্টার মিলানের সমর্থক) পরিণত হয়েছে। আমরা সত্যিই ইন্টারের জয়ের জন্য প্রার্থনা করব।”
১৯৯৩ সালে শিরোপা জয়ের সময় মার্সেইয়ের প্রেসিডেন্ট ছিলেন বেখনাখদ তাপি। তার ছেলে ফরাসি সংবাদমাধ্যমে বললেন, তারা এবার ইন্টারকে সমর্থন করছেন।
“পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতলে একজন খাঁটি অলিম্পিক মার্সেই ভক্ত খুশি হতে পারে না। পিএসজি জিতলে ফ্রান্সের জন্য ভালো হবে। তবে আমি ইন্টার মিলানকে সমর্থন করছি। যে কোনো খাঁটি অলিম্পিক মার্সেই ভক্তকে জিজ্ঞেস করুন- আমরা সবাই পুরোপুরি ইন্টারের পক্ষে।”
২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজির হার পুরোনো বন্দরে উদযাপন করেছিল মার্সেই ভক্তরা।
ইউরোপীয় প্রতিযোগিতায় সাতটি ফাইনালে খেলেছে ফরাসি ক্লাবগুলো, এর ছয়টিতেই হেরেছে তারা।