এশিয়ান কাপ বাছাই
Published : 10 Jun 2025, 07:25 PM
জামাল ভূইয়া সেরা একাদশে না থাকায় সিঙ্গাপুর ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড উঠল তপু বর্মনের কাঁধে। সতীর্থদের নিয়ে মাঠে প্রবেশের সময় দেখা গেল এই ডিফেন্ডারের হাতে একটা ছবি সংবলিত প্ল্যাকার্ড। পর্দায় ভেসে উঠল একটি ছেলের ছবি, উপরে লেখা তামিম নিখোঁজ।
এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও সিঙ্গাপুর। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময়ও তপুর হাতে দেখা যায় নিখোঁজ তামিমের ছবি।
গণমাধ্যমে খবর, রাজবাড়ীর পাংশা উপজেলা সপ্তম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ ওরফে তামিম গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১৪ বছর বয়সী ছেলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গণমাধ্যমের খবর, গত ২০ মে সকাল বেলায় তামিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিন্তু পরে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি তার সন্ধান। তামিম পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাঁজুরিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। ক্রিকেটার রুবেল হোসেনের ভাতিজা তামিম।
তামিমের নিখোঁজের খবর ছুঁয়ে গেছে বাংলাদেশ দলকেও। সিঙ্গাপুর ম্যাচের আগে তাই তামিমের ছবি নিয়ে মাঠে এসেছিল দল।