বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 23 May 2025, 09:01 PM
চ্যাম্পিয়ন মোহামেডানের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার, কিন্তু দিনটি ঘিরে তাদের উচ্ছ্বাসের কমতি ছিল না; প্রথমবারের মতো দলটির বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি বলে কথা। আর ব্রাদার্স ইউনিয়নের চাওয়া ছিল, গোলকিপার আশরাফুল ইসলাম রানার বিদায়ী ক্ষণ যতটা সম্ভব রাঙিয়ে তোলার। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দুই দলের চাওয়াই পূরণ হলো।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার দুই দলের ম্যাচটি হয়েছে ৩-৩ ড্র। শেষের বাঁশি বাজার পর ট্রফি হাতে নিয়ে সমর্থকদের সাথে উৎসব সেরেছে সাদাকালো জার্সিধারীরা।
দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি ২০০২ সালে সবশেষ লিগ জিতেছিল। ২০০৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নামকরণের পর তারা এই প্রথম এর স্বাদ পেল।
‘উই আর দ্য চ্যাম্পিয়ন’ লেখা মোহামেডানের জার্সিতে ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা সালগুলো লেখা ছিল। স্মোক ফ্লেয়ার আর কনফেত্তির ওড়াওড়ির মধ্যে উৎসবের মুহূর্তটি স্মরণীয় করে রাখল আলফাজ আহমেদের দল।
অধিনায়ক সুলেমানে দিয়াবাতে মোহামেডানের পতাকা নাচিয়ে শিরোপা উদযাপনে নেতৃত্ব দেওয়ার আগে, মাঠের খেলায় তিনি ছড়িয়েছেন জোড়া গোলের আলো। তাতে চলতি লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইও উঠেছে জমে। ১৫ গোল নিয়ে এ মুহূর্তে শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির স্যামুয়েল বোয়াটেং। দ্বিতীয় স্থানে দিয়াবাতের গোল বর্তমানে ১৪টি।
হারের চোখ রাঙানি ব্রাদার্স এড়াতে পারে ম্যাচের ৮৭তম মিনিটে জুয়েল রানার গোলে। এতে করে গোলকিপার রানার বিদায়ী মুহূর্তটাও হয়ে ওঠে আনন্দময়। আগের দিনই পেশাদার ফুটবলের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানিয়েছিলেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক। এদিন সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেলেন, প্রতিপক্ষের শুভেচ্ছায় সিক্ত হয়ে ছাড়লেন মাঠ।
মোহামেডান ও ব্রাদার্সের আর একটি করে ম্যাচ বাকি। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট মোহামেডানের। ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাদার্স।
দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষের লড়াই চলছে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যে। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আকাশি-নীল জার্সিধারীরা। ২৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কিংস।