চ্যাম্পিয়ন্স লিগ
Published : 01 Mar 2025, 08:22 PM
সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সমর্থকদের ‘বৈষম্যমূলক আচরণের’ দায়ে শাস্তি পেয়েছে রেয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটিকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।
এছাড়া বের্নাবেউয়ের গ্যালারি আংশিক বন্ধ রাখার শাস্তি দেওয়া হয়েছে, যা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে আবার একই ধরনের অপরাধ সংঘটিত হলে তা কার্যকর হবে।
গত ১৯ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্লে-অফের ফিরতি লেগের ওই ম্যাচে কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে সিটিকে ৩-১ গোলে হারায় রেয়াল। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের অগ্রগামিতায় নকআউট পর্বে ওঠে কার্লো আনচেলত্তির দল।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা শুক্রবার রেয়ালের শাস্তির কথা জানায়। তবে দলটির সমর্থকরা ঠিক কোন ধরনের আচরণ করেছিল, তা উল্লেখ করা হয়নি।
ওই ম্যাচে রেয়ালের কিছু সমর্থক ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলাকে লক্ষ্য করে সমকামিতা বিরোধী স্লোগান দিয়েছিল বলে তখন বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছিল।
বের্নেবেউয়ে শেষ ষোলোর প্রথম লেগে আগামী মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।