ইংলিশ ফুটবল
Published : 03 Jun 2025, 11:34 PM
নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন কুইভেন কেলাহার। লিভারপুল থেকে আয়ারল্যান্ডের এই গোলরক্ষককে দলে নিয়েছে ব্রেন্টফোর্ড।
১ কোটি ৮০ লাখ পাউন্ডে ২৬ বছর বয়সী কেলাহারকে দলে যোগ করেছে ইংলিশ ক্লাবটি।
২০১৫ সালে আয়ারল্যান্ড থেকে লিভারপুলের একাডেমিতে যোগ দেন কেলাহার। চার বছর পর অ্যানফিল্ডের ক্লাবটির মূল দলে সুযোগ পান তিনি।
লিভারপুলের সঙ্গে আরও এক বছরের চুক্তি বাকি ছিল তার। কিন্তু এর আগেই নতুন দলে যোগ দিলেন তিনি।
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৭ ম্যাচ খেলেছেন কেলাহার। চলতি মৌসুমে আলিসনের অনুপস্থিতিতে পোস্টের নিচে গ্লাভস হাতে দাঁড়িয়েছেন মোট ২০ ম্যাচে।