স্প্যানিশ ফুটবল
Published : 25 Feb 2025, 08:38 PM
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের তীব্র সমালোচনা করেছেন রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদকে নিয়ে তেবাস খুব বেশি কথা বলেন এবং এই ক্লাব ও সমর্থকদের প্রতি তার সম্মানের অভাব আছে বলে মনে করছেন অভিজ্ঞ এই কোচ।
স্প্যানিশ ফুটবলের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে লা লিগা প্রধানের বেশি মনোযোগী হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন আনচেলত্তি।
এই মাসে লা লিগায় নিজেদের প্রথম তিন ম্যাচেই (১ হার, ২ ড্র) রেফারির কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে রেয়াল। মাসের শুরুতে এস্পানিওলের বিপক্ষে হারের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠি পাঠিয়ে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে ‘প্রতারণা’ ও ‘দুর্নীতির’ অভিযোগ আনে ইউরোপের সফলতম ক্লাবটি।
তখন রেয়ালের সমালোচনা করে তেবাস বলেছিলেন, নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ক্লাবটি। সোমবার সংবাদ সংস্থা ইউরোপা প্রেসের সঙ্গে আলাপকালে তেবাস বলেন, রেয়ালের সমর্থক হিসেবে তিনি ‘বিব্রত’ বোধ করছেন। রেয়াল রেফারিং নিয়ে ‘কান্নাকাটি করে মিথ্যা গল্প বানাচ্ছে’ বলে অভিযোগ তোলেন তিনি। এই বিষয়গুলো ‘অন্যান্য ক্লাবের জন্য অপমানজনক’ বলেও মন্তব্য করেন লা লিগা সভাপতি।
রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালে সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তেবাসকে একহাত নেন আনচেলত্তি।
“রেয়াল মাদ্রিদকে নিয়ে তেবাস খুব বেশি কথা বলেন। আমি এখানে আসার পর থেকে প্রায়ই এমনটা ঘটেছে। এই ধরনের মন্তব্য লাখ লাখ মাদ্রিদ সমর্থকের প্রতি (তার) সম্মানের অভাবই তুলে ধরে। লা লিগা সভাপতির উচিত স্প্যানিশ ফুটবলের সমস্যা সমাধানের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া।”
স্পেনের রেফারিদের মান ও সিদ্ধান্ত নিয়ে আগেও অনেকবার অভিযোগ করেছে রেয়াল। ম্যাচের আগে ও পরে রেফারির ভুলগুলো তুলে ধরে তাদের সমালোচনা করে ভিডিও প্রচার করেছে রেয়াল মাদ্রিদ টিভি। রেফারিংয়ের বিষয়ে এমনকি ২০২৩ সালে স্প্যানিশ সরকারের হস্তক্ষেপ করার আহ্বানও জানিয়েছিলেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।
সম্প্রতি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান বলেন, লা লিগার রেফারিংয়ের মান উন্নত করার জন্য স্পেনে ইংলিশ রেফারি আনতে চাওয়ার ইচ্ছার কথা তাকে জানিয়েছিলেন পেরেস।
রেয়াল মাদ্রিদের সমর্থক হিসেবে তেবাসের ‘বিব্রত’ বোধ করার মন্তব্য নিয়ে প্রশ্নে আনচেলত্তি বলেন, “আমি জানি না (তেবাস) কেমন বিব্রত বোধ করেন। আমার মনে হয়, সকল মাদ্রিদিস্তা এই ক্লাবের সমর্থক হতে পেরে গর্বিত।”