Published : 08 Jun 2025, 12:40 PM
টটেনহ্যাম হটস্পারে মাউরিসিও পচেত্তিনোর অধ্যায় শেষ হয়ে গেছে ছয় বছর হতে চলল। কিন্তু বন্ধনের যেন সমাপ্তি নেই। বারবারই এই ক্লাবের সঙ্গে জুড়ে যায় আর্জেন্টাইন এই কোচের নাম। এবারও যেমন সেরকম গুঞ্জন উঠে গেছে। তবে এখন যুক্তরাষ্ট্রের দায়িত্বে থাকা এই কোচের সাফ জবাব, এই আলোচনা বাস্তবতা বিবর্জিত।
টটেনহ্যাম মাত্রই বরখাস্ত করে দিয়েছে এবারের ইউরোপা লিগ জিতে ক্লাবের ১৭ বছরের শিরোপা খরা কাটানো কোচ এনজ পোস্টেকোগ্লুকে। তার বদলি হিসেবে এর মধ্যেই বিভিন্ন নাম উঠে এসেছে সংবাদমাধ্যমে। সেখানে আছে পচেত্তিনোর নামও।
এস্পানিওল ও সাউথ্যাম্পটন হয়ে ২০১৪ সালে টটেনহ্যামের কোচের দায়িত্ব নিয়েছিলেন পচেত্তিনো। দীর্ঘ হতাশার পথ পেরিয়ে অবশেষে ২০১৯ সালে তার কোচিংয়ে বড় একটি ট্রফি জয়ের কাছাকাছি যায় ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে। ওই বছরের নভেম্বরে তাকে বরখাস্ত করে টটেনহ্যাম।
এরপর প্রায় দুই বছর তেমন কোনো কাজ না করে, পরে পিএসজি ও চেলসিতে কোচের দায়িত্ব পালন করেন গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নেন। সেখানে চুক্তি দুই বছরের। কিন্তু এক বছর হতে না হতেই সেটি ছেড়ে টটেনহ্যামে ফেরার গুঞ্জন তাকে ঘিরে।
তবে তুরস্কের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচের পর ৫৩ বছর বয়সী কোচ বললেন, আপাতত টটেনহ্যামে ফেরার কোনো সম্ভাবনা তার নেই।
“২০১৯ সালে টটেনহ্যাম থেকে আমার বিদায়ের পর, যতবার টটেনহ্যামের ম্যানেজার বা প্রধান কোচের পদ ফাঁকা হয়েছে, ততবারই আমার সম্ভাবনার কথা বলা হয়েছে। তালিকায় আমার নাম রাখা হয়েছে। এবারও গুঞ্জনগুলো শুনেছি আমি। আমার ধারণা, আরও শখানেক কোচের নাম আছে তালিকায়।”
“এটা নিয়ে ভাবনার কিছু তাই দেখি না। তেমন কিছু হলে আপনারা এমনিতেই দেখত পাবেন। কিন্তু এখন এটা নিয়ে কথা বলার কিছু নেই, কারণ এই মুহূর্তে এটা বাস্তবসম্মত নয়। আমি যেখানে থাকার, সেখানেই আছি, আমরাও এখানেই আছি।”
কানেক্টিকাটের ইস্ট হার্টফোর্ডে এই ম্যাচে তুরস্কের বিপক্ষে প্রথম মিনিটে গোল করেও পরে ২-১ গোলে হেরে যায় যুক্তরাষ্ট্র। রেয়াল মাদ্রিদের তারকা আর্দা গিলের তুরস্ককে সমতায় ফেরান ২৭তম মিনিটে। তিন মিনিট পরই গোল করেন বেনফিকার উইঙ্গার মুহামেদ কেরেম আর্তুরকলু। সেটিই শেষ পর্যন্ত হয়ে থাকে ব্যবধান।
পচেত্তিনোর কোচিংয়ে এই নিয়ে টানা তিন ম্যাচ হারল যুক্তরাষ্ট্র। কনক্যাকাফ নেশন্স লিগের সেমি-ফাইনালে পানামার কাছে হারার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা হেরেছিল কানাডার কাছে। আগামী মঙ্গলবার প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।