ফরাসি ওপেন
Published : 02 Jun 2025, 10:43 PM
নিজের ক্যারিয়ারে তো বটেই, এবারের ফরাসি ওপেনে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন লোয়া বয়াসোঁ। মেয়েদের র্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বরে থাকা এই খেলোয়াড় হারিয়ে দিয়েছেন আসরের তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে!
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে সোমবার অবিশ্বাস্য এই ঘটনার সাক্ষী হয়েছে টেনিসপ্রেমীরা। চতুর্থ রাউন্ডে প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গতবারের ইউএস ওপেন রানারআপকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন বয়াসোঁ।
গত বছর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্টের গুরুতর চোটে ভোগা এই ফরাসি খেলোয়াড় ওয়াইল্ড কার্ড পেয়ে মূল ড্রয়ে জায়গা পান।
২২ বছর বয়সী এই ফরাসির এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের মূল ড্রয়ে অভিষেক হয়, এবং এই সপ্তাহের আগ পর্যন্ত র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০ জনের মধ্যে থাকা কোনো খেলোয়াড়ের বিপক্ষে কোর্টে নামার সুযোগ হয়নি।
সেই তিনিই চমকের পর চমক দেখিয়ে এবার পৌঁছে গেলেন আসরের কোয়ার্টার-ফাইনালে। এমন রোমাঞ্চকর জয়ের পর যেন নিজের কাছেই বিশ্বাস হচ্ছিল না বয়াসোঁর।
“কী বলব, বুঝতে পারছি না। এমন আবহে এই কোর্টে খেলা, চমৎকার।”
“আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়েছি এবং শেষ পর্যন্ত জয় পেয়েছি, অবিশ্বাস্য ব্যাপার। আশা করি, শিরোপা জিততে পারব।”
বিস্ময়কর যাত্রায় নতুন আরেক চমকের আশায়, সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে ষষ্ঠ বাছাই রাশিয়ার মিরা আদ্রিভার বিপক্ষে খেলবেন বয়াসোঁ।