ইংলিশ ফুটবল
Published : 27 Nov 2024, 10:47 PM
অনেক দিন ধরে পারফরম্যান্সের উত্থান-পতন তো আছেই, গোল করতেও ভুগছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের গোলমুখে আক্রমণভাগের নিস্ক্রিয়তায় উদ্বিগ্ন হুবেন আমুরি। নতুন স্ট্রাইকারের আগমনের অপেক্ষা না করে দলে থাকা ফুটবলারদেরই এই সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন ইউনাইটেডের নতুন কোচ।
গুঞ্জন আছে, আমুরি ওল্ড ট্র্যাফোর্ডে আনতে চান স্পোর্তিং লিসবনের স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেসকে। স্পোর্তিং ছেড়েই ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন এই পর্তুগিজ কোচ।
ইউরোপা লিগে বৃহস্পতিবার নরওয়ের ক্লাব বোডো গ্লিমটের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে ৩৯ বছর বয়সী আমুরি বললেন, নতুন খেলোয়াড়ের জন্য অর্থ ব্যয় করা কোনো সমাধান নয়। রাসমুস হয়লুন, মার্কাস র্যাশফোর্ডদের কাছে তার চাওয়াটাও জানিয়ে রাখলেন তিনি।
“অবশ্যই এই ব্যাপারে (গোলের অভাব) উদ্বেগ আছে। তবে আমি মনে করি, দল হিসেবে আমাদের উন্নতি করতে হবে। আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে, যারা অনেক গোল করতে পারে। আমরা দল হিসেবে উন্নতি করার চেষ্টা করব। রাসমুস (হয়লুন) ও র্যাশ (মার্কাস র্যাশফোর্ড), এমনকি ব্রুনোকেও (ফের্নান্দেস) বেশি গোল করতে হবে।”
“এই ছেলেদের উন্নতি করতে হবে, আমরা অনেক গোল করতে পারি। গোল করার জন্য আমার নতুন স্ট্রাইকারের প্রয়োজন কি-না, আমরা দল হিসেবে উন্নতি করতে পারি।”
দলের টানা বাজে পারফরম্যান্সে এরিক টেন হাগকে বরখাস্ত করার পর দায়িত্ব দেওয়া হয় আমুরিকে। তার কোচিংয়ে প্রথম ম্যাচে গত রোববার প্রিমিয়ার লিগে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ৮১ সেকেন্ডে গোল করে দলকে এগিয়ে নেন র্যাশফোর্ড। তারপরও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে প্রতিযোগিতাটির সফলতম দলটি।
১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১২ নম্বরে আছে ইউনাইটেড। এই ১২ ম্যাচে তারা গোল করতে পেরেছে মাত্র ১৩টি।