স্প্যানিশ ফুটবল
Published : 12 Jun 2025, 10:47 PM
যে কোনো ফুটবলারের কাছেই রেয়াল মাদ্রিদ স্বপ্নের আঙিনা। সেই আঙিনায় পথচলা শুরু হচ্ছে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের। আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে এসে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে উঠল তার কণ্ঠ। স্বপ্ন পূরণের উচ্ছ্বাস ভর করল প্রতিটি কথায়। সামনের পথচলায় ইউরোপের সফলতম ক্লাবটিকে সাফল্য এনে দিতে, দলটির সমর্থকদের মুখে হাসি ফোটাতে তর সইছে না অ্যালেক্সান্ডার-আর্নল্ডের। নতুন ঠিকানায় অবশ্য তিনি পরিচিত হবেন ‘ট্রেন্ট’ নামে।
লিভারপুলে জন্ম ও বেড়ে ওঠা অ্যালেক্সান্ডার-আর্নল্ড শৈশবের এই ক্লাবেই ছিলেন এতদিন। গত মাসে ছয় বছরের চুক্তিতে প্রিয় দল ছেড়ে রেয়ালে যোগ দেন তিনি। সেদিন অশ্রুসিক্ত হয়ে বিদায় নিয়েছিলেন, বৃহস্পতিবার তার কণ্ঠে স্বপ্ন পূরণের আনন্দ।
“আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস ও ক্লাবকে ধন্যবাদ। রেয়ালের সাথে চুক্তি করা এমন একটি বিষয়, যেটি নিত্যদিন ঘটে না। একটা স্বপ্ন পূরণ হলো আমার।”
“এখানে আসতে পেরে আমি খুবই খুশি এবং ভীষণ গর্বিত। মাদ্রিদ সমর্থকদের নিজের খেলা দেখাতে আসলেই উন্মুখ হয়ে আছি। কিন্তু আমি এটাও জানি, রেয়াল মাদ্রিদের হয়ে খেলা অনেক বড় দায়িত্বের।”
রক্ষণে নিজের দায়িত্ব পালনের পারদর্শীতা লিভারপুলেও দেখিয়েছেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড। ইংলিশ দলটির হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপসহ আরও অনেক শিরোপা। ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার এখন মুখিয়ে নতুন অভিযাত্রায় সাফল্যের হাসি হাসতে।
“দলের এবং ক্লাবের জন্য সবকিছু নিংড়ে দিতে আমি প্রস্তুত। পারফর্ম করতে, অনেক শিরোপা জিততে, একজন চ্যাম্পিয়ন হতে, ফুটবলার হিসেবে বেড়ে উঠতে এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে তর সইছে না আমার।”
রেয়ালের হয়ে ১২ নম্বর জার্সি পরে খেলবেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড। লিভারপুলে তিনি খেলতেন ৬৬ নম্বর জার্সিতে। কিন্তু স্প্যানিশ ফুটবলে নিয়ম অনুযায়ী ফুটবলারদের জন্য তাদের সাবেক ক্লাবের জার্সি নম্বর ব্যবহার নিষিদ্ধ। এ কারণেই ১২ নম্বর জার্সি পরতে হবে তাকে।
জার্সির পেছনে ‘অ্যালেক্সান্ডার-আর্নল্ড’ নয়, তার নামের ছোট অংশ ‘ট্রেন্ট’ লেখা থাকবে। স্প্যানিশ ধারাভাষ্যকারদের উচ্চারণের সুবিধার্থে তার নামের এই অংশ ব্যবহার করা হবে।