Published : 27 Aug 2023, 10:44 AM
রেয়াল মাদ্রিদের দিনগুলিতে মার্কো আসেন্সিওর আলাদা পরিচিতি ছিল দূরপাল্লার শটে গোলের জন্য। এবার পিএসজির হয়েও তিনি ফিরিয়ে আনলেন সেই স্মৃতি। নতুন ক্লাবের জার্সিতে প্রথম গোলটি করলেন ‘ট্রেডমার্ক’ রূপেই। পরে দুটি গোল করলেন কিলিয়ান এমবাপে। লিগ মৌসুমে প্রথম জয়ের দেখা পেল পিএসজি।
লিগ ওয়ানের ম্যাচে শনিবার ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারায় গত মৌসুমের রানার্স আপ লঁসকে।
শিরোপা ধরে রাখার অভিযানে এবার প্রথম দুই ম্যাচেই ড্র করেছিল পিএসজি। তৃতীয় ম্যাচে এসে তারা পেল জয়ের দেখা।
প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে পিএসজিকে এগিয়ে দেন আসেন্সিও। রেয়াল মাদ্রিদে ৯ মৌসুম কাটিয়ে এই মৌসুমেই প্যারিসে পাড়ি জমান এই স্প্যানিশ উইঙ্গার।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে বক্সের ঠিক মাথা থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান এমবাপে।
পরের গোলটি করেন তিনি নির্ধারিত সময়ের শেষ মিনিটে। বক্সের ভেতর থেকে নেওয়া তার শটে খুব বেশি জোর ছিল না। তার পরও প্রতিপক্ষের দুই জনের পায়ে ছোঁয়া নিয়ে গোলকিপারকে বিভ্রান্ত করে বল আশ্রয় নেয় জালে।
মৌসুম শুরুর আগে চুক্তি নবায়ন না করা ও দলবদলের গুঞ্জন নিয়ে প্রবল আলোচনা-সমালোচনায় ছিলেন এমবাপে। এমনকি মূল দল থেকে সরিয়ে বিকল্পদের সঙ্গে অনুশীলনে পাঠানো হয়েছিল তাকে। কিন্তু মাঠের ফুটবলে ঠিকই উজ্জ্বল ২৪ বছর বয়সী তারকা। ২ ম্যাচ খেলে তার গোল হয়ে গেল ৩টি।
ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে একটি গোল শোধ করে লঁস।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার চারে পিএসজি। তিন ম্যাচের একটিও জিততে পারল না লঁস।
গত মৌসুমের পিএসজির স্রেফ এক পয়েন্ট পেছনে থেকে রানার্স আপ হয়েছিল লঁস।