Published : 27 May 2025, 10:13 AM
ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে বেশ কদিন ধরেই। সেই আলোচনার স্রোতেই নতুন জোয়ার বইয়ে দিল সামাজিক মাধ্যমের একটি পোস্ট। একটি অধ্যায় শেষের ঘোষণা দিলেন পর্তুগিজ তারকা। সেটিই জন্ম দিল তীব্র কৌতূহলের।
সৌদি প্রো লিগে আল ফাতেহর সঙ্গে আল-নাস্রের ম্যাচ ছিল সোমবার। দুই দফা এগিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় আল-নাস্র। প্রথমার্ধে হেড থেকে গোল করেন রোনালদো। আল-নাস্রের হয়ে যেটি তার ৯৯তম গোল আর ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোল।
হাজার গোলের লক্ষ্যের পথে ছুটতে থাকা তারকার ক্যারিয়ার গোল এখন ৯৩৬টি।
এই ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, “এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।”
অধ্যায় শেষ বলে রোনালদো কী বোঝালেন, এটিই এখন মূল আগ্রহের জায়গা। ক্যারিয়ারের শেষ যে এটি নয়, তা তো পরের লাইনেই পরিষ্কার। ৪০ বছর বয়সী তারকা নিশ্চিতভাবেই অবসর নিচ্ছেন না।
তাহলে কি আল নাস্র অধ্যায় শেষ?
আপাতত এই সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা হচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি ক্লাবটিতে নাম লেখানোর ঘোষণা দেন তিনি। মৌসুমে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো সেই চুক্তির মেয়াদ শেষ এই জুনেই। নতুন চুক্তির কোনো ঘোষণা তিনি দেননি।
এতেই কিছুদিন ধরে আলোচনা চলছিল, আল-নাস্র ছাড়তে পারেন রোনালদো। আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আল-নাস্র।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অন্তত দুই দফায় বলেছেন, নতুন রূপে বড় আকারে শুরু হতে যাওয়া ৩২ দলের ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যেতে পারে। সেই আলোচনার পালেও এখন আরও জোর হাওয়া লাগছে।
ব্রাজিলের কোনো ক্লাবে রোনালদোকে দেখা যেতে পারে, এই খবরও হয়েছে কিছু সংবাদমাধ্যমে। ব্রাজিলের চারটি ক্লাব জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে।
আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই ক্লাব বিশ্বকাপের আসর চলবে যুক্তরাষ্ট্রে। এই টুর্নামেন্টকে ভাবনায় রেখেই ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ ট্রান্সফার উইন্ডো রাখা হয়েছে। এই সময়ের মধ্যেই চূড়ান্ত হতে পারে রোনালদোর নতুন ঠিকানা।
আবার এমনও হতে পারে, ‘অধ্যায় শেষ’ বলে রোনালদো বুঝিয়েছেন সৌদি প্রো লিগের এই মৌসুম শেষ হওয়ার কথা। এখানেই হতে পারে তার নতুন চুক্তি। তবে সেই সম্ভাবনা সামান্যই।
সব মিলিয়ে অনিশ্চয়তা আছে কিছু। তবে একটা ব্যাপার নিশ্চিত, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে আলোচনার প্রবল উত্তাপ থাকবে।