স্প্যানিশ ফুটবল
Published : 22 May 2025, 06:14 PM
ভীষণ হতাশাজনক একটি মৌসুম কাটছে রেয়াল মাদ্রিদের। কিছুটা প্রাপ্তির উপলক্ষ তাদের সামনে এখন একটাই- ক্লাব বিশ্বকাপ। দলটির মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি বলছেন, এই প্রতিযোগিতা থেকে ভালো কিছু বয়ে আনতে নিজেদের উজাড় করে দেবেন তারা।
এবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখতে পারেনি রেয়াল। ইউরোপ সেরার প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের পথচলা থামে কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে বিধ্বস্ত হয়ে। লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালসহ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মৌসুমে চারবারের দেখায় সবকটিতে হারে মাদ্রিদের দলটি।
লা লিগার শেষ রাউন্ডে আগামী শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। এই ম্যাচ দিয়ে ক্লাবটির ডাগআউটে দ্বিতীয় অধ্যায় শেষ করে ব্রাজিলের দায়িত্বে কাজ শুরু করবেন কার্লো আনচেলত্তি।
অভিজ্ঞ এই ইতালিয়ান কোচের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শাবি আলোন্সোর দায়িত্ব নেওয়া কেবল সময়ের ব্যাপার বলে শোনা যাচ্ছে। ক্লাবের সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে রেয়াল আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নতুন আঙ্গিকের ৩২ দলের ক্লাব বিশ্বকাপে খেলবে বলে সংবাদমাধ্যমের খবর।
২৫ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার চুয়ামেনির বিশ্বাস, ক্লাব বিশ্বকাপে ভালো করবেন তারা।
“লা লিগার শেষ ম্যাচটি বের্নাবেউয়ে আমাদের সমর্থকদের সামনে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। আমাদের এখনও আরেকটি প্রতিযোগিতা আছে, ক্লাব বিশ্বকাপ। আমরা কঠোর পরিশ্রম করব, কারণ আমি মনে করি, এটা ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে।”