Published : 09 May 2025, 06:36 PM
বুন্ডেসলিগার শিরোপা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর ভবিষ্যৎ ঠিক করতে খুব বেশি সময় নিলেন না কোচ শাবি আলোন্সো। মৌসুম শেষে বায়ার লেভারকুজেন ছাড়ার ঘোষণা দিলেন স্পেনের সাবেক এই মিডফিল্ডার।
রেয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনেক দিন ধরেই আলোচনায় আছেন ৪৩ বছর বয়সী আলোন্সো।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়, মৌসুমে তিনবার বার্সেলোনার বিপক্ষে হার, যার দুটি ফাইনালে- এমন বাজে ফলে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, মৌসুম শেষে তার বিদায় প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।
এর মাঝেই শুক্রবার সাংবাদিকদের আলোন্সো জানালেন, বুন্ডেসলিগায় দলের শেষ দুটি ম্যাচের পর লেভারকুজেন ছাড়বেন তিনি।
“আপনাদেরকে জানাতে পারি, এই সপ্তাহে ক্লাব ও আমি- আমরা একমত হয়েছি যে, এই দুটি ম্যাচই হবে বায়ার লেভারকুজেন কোচ হিসেবে আমার শেষ।”
২০২২ সালের অক্টোবরে লেভারকুজেনের কোচ হয়ে আসেন আলোন্সো। গত মৌসুমে দলকে জেতান ঘরোয়া ‘ডাবল।’ জার্মান কাপ জেতার পাশাপাশি লেভারকুজেন প্রথম ক্লাব হিসেবে কোনো ম্যাচ না হেরে বুন্ডেসলিগা শিরোপা জয়ের কীর্তি গড়ে। ইউরোপা লিগে হয় রানার্সআপ।
চলতি মৌসুমে শিরোপা ধরে রাখতে পারেনি আলোন্সোর দল। বায়ার্ন মিউনিখের পেছনে থেকে রানার্স্আপ হবে তারা। আগামী রোববার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে তারা। আগামী ১৭ মে মাইন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের মৌসুম।
ক্লাবের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া আলোন্সোর মনে হয়েছে, বিদায়ের ঘোষণা দেওয়ার এটাই সঠিক সময়।
“ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু বলার সময় এটা নয়। কারণ, আমরা রোববার এখানে যথাযথ বিদায় জানাতে চাই কয়েক জন খেলোয়াড়কে, আমাকে…।”
ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা পুনরুদ্ধার করেছে। দলটির চেয়ে আলোন্সোর লেভারকুজেন ৮ পয়েন্টে পিছিয়ে আছে।