স্প্যানিশ ফুটবল
Published : 12 May 2025, 10:44 PM
চোটজর্জর রেয়াল মাদ্রিদ শিবিরে জোড়া ধাক্কা। ক্লাসিকোয় চোট পেয়ে এবার ছিটকে গেলেন ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও ডিফেন্ডার লুকাস ভাসকেস।
বার্সেলোনার মাঠে রোববার লা লিগায় ৪-৩ গোলে হারা ম্যাচে চোট পান এই দুজন। পরীক্ষার পর পরদিন আলাদা বিবৃতিতে রেয়াল মাদ্রিদ জানায়, ভিনিসিউসের বাঁ অ্যাঙ্কেল মচকে গেছে আর ভাসকেস বাঁ ঊরুর পেশির চোটে ভুগছেন। তাদের সেরে উঠতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ভিনিসিউসকে। এক সপ্তাহ থেকে ১০ দিনের মতো বাইরে থাকতে হতে পারে ভাসকেসকে। লা লিগার বাকি তিন ম্যাচে হয়তো তাদের পাওয়া যাবে না।
পরের ম্যাচে আগামী বুধবার মায়োর্কার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ। চোট ও নিষেধাজ্ঞা মিলিয়ে মূল দলের ৯ জন খেলোয়াড়কে এই ম্যাচে পাবেন না কোচ কার্লো আনচেলত্তি।
চোটের কারণে আগে থেকে বাইরে আছেন ডিফেন্ডার দানি কার্ভাহাল, এদের মিলিতাও, ডাভিড আলাবা, আন্টোনিও রুডিগার, ফেরলঁদ মঁদি ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। নিষেধাজ্ঞার কারণে আসছে ম্যাচে খেলতে পারবেন না আরেক মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি।
সবশেষ ক্লাসিকোয় হেরে লা লিগা শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ হয়ে গেছে রেয়াল মাদ্রিদের। তাদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে শিরোপা পুনরুদ্ধারের দুয়ারে পৌঁছে গেছে বার্সেলোনা। এজন্য শেষ তিন ম্যাচে হান্সি ফ্লিকের দলের প্রয়োজন কেবল ২ পয়েন্ট।
লা লিগা শেষে বিদায় নিচ্ছেন আনচেলত্তি। সোমবার এই ইতালিয়ান কোচকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। নতুন ভূমিকায় তার আনুষ্ঠানিক পথচলা শুরু হবে আগামী ২৬ মে।
আনচেলত্তির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে শাবি আলোন্সোর নাম। বলা যায়, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। ক্লাবের সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে জুন-জুলাইয়ে রেয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে খেলবে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর।