Published : 30 May 2025, 10:43 AM
১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে রসারিও সেন্ত্রালের সামাজিক মাধ্যমের পাতাগুলোয়। সেটির ক্যাপশনে লেখা, “একসঙ্গে আমাদের ইতিহাসে আরও পাতা আছে লেখার জন্য। ঘরে স্বাগত…।” এই ‘একসঙ্গে’ মানে রসারিও সেন্ত্রাল আর আনহেল দি মারিয়া। ওই ভিডিওর মূল চরিত্রও তিনিই। ক্যারিয়ারের শেষ প্রহরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী নায়ক ফিরে গেলে শুরুর ঠিকানায়।
মাত্র চার বছর বয়সে ছোট ছোট পায়ে যে ক্লাবে পা রেখেছিলেন তিনি, যে ক্লাবে তার ফুটবল শেখা, স্বপ্নের বুনন ও গড়ে ওঠা, যে ক্লাব থেকেই তিনি ছুটতে শুরু করেছিলেন বিশ্বজয়ের পথে, বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বেলায় সেই ক্লাবেই ফিরলেন দি মারিয়া।
৩৭ বছর বয়সী উইঙ্গার খেলবেন তার নিজ শহরের ক্লাবটির হয়ে। ভিডিওর পাশাপাশি দি মারিয়ার চুক্তি স্বাক্ষর করার ছবিও পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে ক্যাপশন, ‘একটি কাগজ, একটি স্বাক্ষর... যেখানে সব শুরু হয়েছিল, সেখানেই আরেকবার শুরু…।”
বোঝাই যাচ্ছে, দি মারিয়া ফেরায় আবেগের জোয়ার বইছে ক্লাবটিতে। চার বছর বয়সে এই ক্লাবে পা রেখে একাডেমি ও যুব দল হয়ে ১৭ বছর বয়সে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে তার অভিষেক। দুই বছর এখানে থেকে ২০০৭ সালে পাড়ি জমান পর্তুগালের ক্লাব বেনফিকায়। পরের অধ্যায় তো সবার জানাই। রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, ইউভেন্তুস- ইউরোপের শীর্ষ লিগগুলো মাতিয়েছেন তিনি শীর্ষ দলগুলির হয়ে।
এর মধ্যেই আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিস্সিমা। সব আসরেই দলের সাফল্যে তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রদের একজন।
পরে ২০২৩ সালে আবার পাড়ি জমান বেনফিকায়। সেখানে দুই বছর কাটিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দেন সপ্তাহ দুয়েক আগে। ইউরোপে ১৮ বছরের পথচলায় তিনি জিতেছেন ৩০টি ট্রফি। এর মধ্যে রেয়াল মাদ্রিদের জয়ে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপসহ ৬টি ট্রফি। পিএসজির হয়ে জিতেছেন ৫টি লিগ শিরোপাসহ ১৯ ট্রফি।
গৌরবময় সেই অধ্যায় শেষে এখন তিনি ফিরলেন নিজ দেশে নিজের শহরে।
গত বছরই অবশ্য রসারিওতে ফেরার সম্ভাবনা ছিল তার। তবে তখন শহরে মাদক-সংক্রান্ত সংঘর্ষ ও অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় পরিবারের প্রতি হুমকির কথা ভেবে ভাবনা বাদ দিয়েছিলেন।
আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন ফুটবলের ‘বি’ গ্রুপে ১৬ ম্যাচ খেলে এখন পয়েন্ট তালিকার শীর্ষে আছে রসারিও সেন্ত্রাল। এখনই অবশ্য ক্লাবে যোগ দিচ্ছেন না দি মারিয়া। বেনফিকার হয়ে ক্লাব বিশ্বকাপ খেলে এরপর শুরু করবেন নতুন অধ্যায়।