ইংলিশ ফুটবল
Published : 16 May 2025, 07:05 PM
সামগ্রিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মৌসুমটা ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল ব্রুনো ফের্নান্দেস। ওল্ড ট্র্যাফোর্ডে প্রায় সাড়ে পাঁচ বছরের অধ্যায়ে গোলের বিচারে দ্বিতীয় সেরা মৌসুম কাটছে তার। যার দারুণ এক স্বীকৃতি পেয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার। টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থবারের মতো জিতেছেন ক্লাবটির ‘স্যার ম্যাট বাসবি প্লেয়ার অব দা ইয়ার অ্যাওয়ার্ড।’
ক্লাবের সাবেক কোচ ম্যাট বাসবির নামে ১৯৮৮ সাল থেকে বর্ষসেরার এই পুরস্কার দিয়ে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফের্নান্দেসের চেয়ে বেশিবার পুরস্কারটি জিততে পারেননি আর কেউ। তার আগে চারবার জিতেছেন দাভিদ দে হেয়া ও ক্রিস্তিয়ানো রোনালদো।
সমর্থকদের ভোটে এই বছরে ৩০ বছর বয়সী ফের্নান্দেসের বিজয়ী হওয়ার কথা শুক্রবার বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।
এই মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫৪ ম্যাচে ৩৮ গোলে সম্পৃক্ত (১৯টি করে গোল ও অ্যাসিস্ট) থেকেছেন ফের্নান্দেস। ২০২০ সালের জানুয়ারিতে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার পর এবারের চেয়ে বেশি গোল তিনি করতে পেরেছিলেন কেবল ২০২০-২১ মৌসুমে, ২৮টি।
চরম হতাশাজনক মৌসুমে এখনও অবশ্য একটি শিরোপা জয়ের হাতছানি আছে ইউনাইটেডের সামনে। আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে হুবেন আমুরির দল।
যৌথভাবে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে এবার সর্বোচ্চ স্কোরার ফের্নান্দেস। ১৩ ম্যাচে তার গোল ৭টি। এর মধ্যে শেষ ষোলোয় ওল্ড ট্র্যাফোর্ডে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে তিনি করেছেন হ্যাটট্রিক, সেমি-ফাইনালের প্রথম লেগে আথলেতিক বিলবাওয়ের জালে করেছেন জোড়া গোল।
ফের্নান্দেস এর আগে ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ২০২০, ২০২১ ও ২০২৪ সালে।
২০১৪ থেকে ২০১৮, পাঁচ বছরের মধ্যে চারবার পুরস্কারটি জিতেছিলেন দলটির সাবেক স্প্যানিশ গোলরক্ষক দে হেয়া। ২০০৪, ২০০৭, ২০০৮ সালে জয়ের পর দ্বিতীয় দফায় ক্লাবটিতে ফিরে ২০২২ সালে আরেকবার জেতেন পর্তুগিজ মহাতারকা রোনালদো।
ভোটে এবার দ্বিতীয় হয়েছেন কোত দি ভোয়ার উইঙ্গার আমাদ দিয়ালো, ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার হয়েছেন তৃতীয়।
এবার ক্লাবের ‘প্লেয়ার্স প্লেয়ার অব দা ইয়ার’ পুরস্কারও জিতেছেন ফের্নান্দেস। এই পুরস্কার তার এটিই প্রথম।