Published : 06 Apr 2025, 09:35 AM
ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচের নাক চেপে দেওয়ার অপরাধে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে জোসে মরিনিয়োকে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে ফেনারবাচের কোচকে।
৬২ বছর বয়সী এই কোচকে জরিমানা গুনতে হবে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার)।
তুর্কি ফুটবল ফেডারেশন বিবৃতিতে উল্লেখ করে, তিন ম্যাচে ড্রেসিং রুমে প্রবেশ করতে ও ডাগ আউটে থাকতে পারবেন না মরিনিয়ো।
তুর্কি কাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ শেষের ঘটনা এটি। গত বুধবার গালাতাসারাইয়ের কাছে ২-১ গোলে হেরে যায় ফেনারবাচে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই তুমুল উত্তেজনা ছড়ায় দফায় দফায়। পুলিশ নামিয়ে পরিস্থিতি শান্ত করতে হয়। তবু ম্যাচের শেষের দিকে দুই দল হাতাহাতি, ধাক্কাধাক্কিতে জড়ায়। লাল কার্ড দেখেন দুই দলের তিন ফুটবলার।
ম্যাচ শেষেও ছিল উত্তেজনার রেশ। ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে হাত মেলানো শেষে কিছু একটা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছিলেন গালাতাসারাই কোচ ওকান বুরুক। মরিনিয়ো ছিলেন ম্যাচ অফিসিয়াল ও স্টাফদের সারিতে। সেখান থেকে তেড়ে গিয়ে বুরুকের নাক চেপে ধরেন তিনি। গালাতাসারাই কোচ মুখ সরিয়ে নেন দ্রুত। তবে পরমুহূর্তেই দুহাতে মুখ ঢেকে নাটকীয়ভাবে মাঠে পড়ে যান তিনি।
ওই ঘটনা নিয়ে ম্যাচের পর বুরুক বলেছিলেন, “আমি যখন চলে যাচ্ছিলাম, সে পেছন থেকে এসে আমার নাক পিষে দেয়। হালকা একটু আঁচড় লেগেছে নাকে। অবশ্যই এটা খুব ভালো ও স্টাইলিশ কিছু নয়! আমি বাড়িয়ে বলতে চাই না, তবে খুব স্টাইলিশ কিছু ছিল না এটি।”
গালাতাসারাই ক্লাবের পক্ষ থেকে আরও কড়া প্রতিক্রিয়া জানিয়ে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ আনা হয়েছিল মরিনিয়োর বিরুদ্ধে। ফেনারবাচে ক্লাবের পক্ষ থেকে পরে পাল্টা জবাব দিয়ে দাবি করা হয়, মরিনিয়োকে নানাভাবে উত্তক্ত করে অমন করতে প্ররোচিত করেছিলেন বুরুক। গালাতাসারাই কোচ যেভাবে পড়ে গিয়েছিলেন, সেটি নিয়ে ব্যঙ্গ করে ফেনারবাচের প্রতিক্রিয়া ছিল, “তিনি এমন করছিলেন যেন তাকে গুলি করা হয়েছে।”
বুরুকের প্ররোচিত করার ব্যাপারটিও বিবেচনা করেছেন তুরস্কের প্রফেশনাল ফুটবল ডিসিপ্লিনারি বোর্ড। এজন্য মরিনিয়োর শাস্তি তুলনামূলক কম হয়েছে বলে উল্লেখ করা হয়।
দেড় মাসের মধ্যে এই নিয়ে দুই দফায় নিষেধাজ্ঞা পেলেন মরিনিয়ো। ফ্রেব্রুয়ারির শেষ দিকে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ শেষেই রেফারিদের কক্ষে গিয়ে আপত্তিকর মন্তব্য করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাকে। সেবার আরও মোটা অঙ্কের আর্থিক জরিমানা তাকে করা হয়েছিল। পরে আপিলে কমে আসে নিষেধাজ্ঞা।
এবারের ঘটনায় মরিনিয়ো একাই নয়, চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কোচিং স্টাফে তার সহকারী সালভাতোরে ফতি। প্রতিপক্ষ ফুটবলারকে অসম্মান করায় এই শাস্তি দেওয়া হয় তাকে।