স্প্যানিশ ফুটবল
Published : 23 May 2025, 07:40 PM
সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষবার খেলবেন লুকা মদ্রিচ। ডাগআউটে দাঁড়িয়ে শেষবার তাকে নির্দেশনা দেবেন কার্লো আনচেলত্তি। মদ্রিচের মতো কিংবদন্তির সঙ্গে বিদায় মিলে যাওয়ায় আপ্লুত রেয়াল মাদ্রিদ কোচ।
লা লিগার শেষ রাউন্ডে শনিবার রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ম্যাচটি দিয়ে দলটির কোচ হিসেবে দায়িত্বের ইতি টানছেন আনচেলত্তি। মদ্রিচের অবশ্য এখানেই শেষ নয়, বের্নাবেউয়ে ১৩ মৌসুম কাটানো ক্রোয়াট মিডফিল্ডার বিদায় নিবেন ক্লাব বিশ্বকাপে খেলে।
রেয়ালের মাঠ বের্নাবেউ একটা আলাদা জায়গা করে আছে মদ্রিচ ও আনচেলত্তিদের মনে। প্রিয় আঙিনাকে বিদায় বলার কঠিন কাজটা শনিবার করতে হবে তাদের। এই সময়ে মদ্রিচকে পাশে পেয়ে খুশি ইতালিয়ান কোচ।
“হ্যাঁ, দ্রুতই আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। এটা হবে আবেগময় একটা দিন। আমি কাঁদলেও সমস্যা নেই। এটা হবে সুন্দর আর আমি সেটা মদ্রিচের সঙ্গে ভাগ করে নেব… যে রেয়াল মাদ্রিদে (আমার) এই মেয়াদে অসাধারণ সহায়তা করেছে। সে দারুণ একজন মানুষ, একজন কিংবদন্তি। তার সঙ্গে বিদায় বলতে পারা হবে দুর্দান্ত।”
ট্রফিশূন্য মৌসুম কাটছে রেয়াল মাদ্রিদের। অবশ্য জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপে হতাশা ঢাকার একটা সুযোগ পাচ্ছে দলটি। চলতি মৌসুমে দলের পারফরম্যান্সের বিচারে নতুন মৌসুমে কী পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন আনচেলত্তি?
“আমি জানি না, আমি এ বিষয়ে কথা বলতে চাই না। যেমনটা আগেও বলেছি, পরের বছর প্রতিদ্বন্দ্বিতা করার সব উপকরণ এই ক্লাবের আছে। আর সবসময় এটাই রেয়াল মাদ্রিদের লক্ষ্য থাকবে। আগামীকাল মদ্রিচের সঙ্গে আমি বিদায় বলব।”
“তার মতো একজন দলে থাকা (বিশেষ কিছু)… কারণ, দলে অনেক খেলোয়াড় আছে উঁচুমানের, কিন্তু সে এমন একজন যে জানে কীভাবে মানের সঙ্গে প্রাণশক্তি মেলাতে হয়। আর এটাই তাকে রেয়াল মাদ্রিদ কিংবদন্তিতে পরিণত করেছে। এই দুইটার সমন্বয় করতে পারলেই একজন কিংবদন্তি হয়ে ওঠে, আর যারা পারে না তারা সাধারণ খেলোয়াড় থেকে যায়।”