বাংলাদেশ প্রিমিয়ার লিগ
Published : 10 May 2025, 07:19 PM
সুযোগ ছিল শিরোপা লড়াইয়ে মোহামেডানের ওপর চাপ বাড়ানোর, কিন্তু তা পারল না আবাহনী। পুলিশ এফসির বিপক্ষে পয়েন্ট হারিয়ে লড়াই আরও জমিয়ে তুলতে পারল না আকাশি-নীল জার্সিধারীরা।
ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শনিবার গোলশুন্য ড্র করেছে আবাহনী। লিগে দুই দলের প্রথম পর্বের দেখায় ২-০ ব্যবধানে জিতেছিল মারুফুল হকের দল।
আগের দিন ফর্টিস এফসির বিপক্ষে মোহামেডান ১-১ ড্র করায়, আবাহনীর সামনে সুযোগ আসে ব্যবধান কমানোর। কিন্তু আক্রমণভাগের মলিনতায় পারেনি তারা। ফলে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে তারা আগের রাউন্ডের মতো পিছিয়ে রইল ৭ পয়েন্টে।
আবাহনীর ড্রয়ের হতাশা আরও বেড়েছে ম্যাচের শেষ দিকে পাপন সিং দ্বিতীয় হলুদ কার্ড দেখায়।
দিনের অন্য ম্যাচে, মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে চমক উপহার দিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
২৬তম মিনিটে ইরফান ফকিরেরপুলকে এগিয়ে নেওয়ার পর ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শান্ত হোসেন। শেষ দিকে হারের ব্যবধান কমান রাজন হাওলাদার।
চতুর্দশ রাউন্ড শেষে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ। ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ফকিরেরপুল।