বিশ্বকাপ বাছাই
Published : 11 Jun 2025, 03:29 PM
প্যারাগুয়েকে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে প্রথম জয়ের স্বাদ পেলেন কার্লো আনচেলত্তি। এই জয়ে দল বিশ্বকাপ বাছাইয়ের বৈতরণী পেরিয়েছে বলে আনন্দের মাত্রা আরও বেশি তার। তবে জয়ের আনন্দে ভেসে যেতে চান না আনচেলত্তি। বললেন, বিশ্বকাপের মহারণে নামার আগে কিছু কাজ বাকি আছে এখনও।
সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় বাংলাদেশ সময় বুধবার সকালে ভিনিসিউস জুনিয়রের গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে খেলা নিশ্চিত করেছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এই ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে গোলদাতা ভিনিসিউসই বলেছেন, তাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি এটি নয়। তবে আনচেলত্তির অনেক চাওয়াই পূরণ হয়েছে। খেলোয়াড়দের মধ্যে যে নিষ্ঠা, নিবেদন, মানসিক দৃঢ়তা দেখতে চেয়েছিলেন, গত দুই ম্যাচে অনেকটাই পূরণ হয়েছে বলে জানালেন সাবেক রেয়াল মাদ্রিদ কোচ।
“ফুটবলে সবকিছু ভালোভাবে চলবে, এটা খুবই কঠিন এবং এই ১৫ দিন আমাদের সবকিছুই ঠিকঠাক চলেছে। আধুনিক ফুটবল বল পায়ে থাকা অবস্থায়, না থাকা সময়ে খেলোয়াড়দের মধ্যে তীব্রতা থাকার সাথে সম্পর্কিত। প্রতিপক্ষকে চাপে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা, এটি প্রতিপক্ষকে তাদেরকে চাওয়া অনুযায়ী খেলার সুযোগ দেয় না।”
“প্রতিপক্ষকে চাপ দেওয়ার সমস্যা হচ্ছে, এ ক্ষেত্রে আপনাকে ছুটতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, মানসিক দৃঢ়তাও থাকতে হবে, যেটা এই দুই ম্যাচে দল দেখিয়েছে।”
একুয়েডরের বিপক্ষে ড্রয়ের পর প্যারাগুয়ের বিপক্ষে জয়- এই সময়ে দলের খেলায় ইতিবাচক অনেক কিছু দেখছেন আনচেলত্তি। প্যারাগুয়ে ম্যাচে রাফিনিয়ার খেলায় মুগ্ধ কোচ বলেছেন, ‘সে দেখার মতো খেলোয়াড়।’ গোলদাতা ভিনিসিউস রেয়াল মাদ্রিদের মতো ব্রাজিলের হয়ে ‘আলো ছড়াবে’, এমনটা হতে কোনো ‘বাধা’ দেখছেন না তিনি।
রক্ষণে কাসেমিরোর ভূমিকা আনচেলত্তির কাছে ‘খুবই নির্ভরযোগ্য, বিশ্বস্ত।’ ‘অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে এই ডিফেন্ডার তার দৃষ্টিতে ব্রাজিল দলের জন্য সম্পদ। তবে সবার প্রশংসায় পঞ্চমুখ হলেও আনচেলত্তির মনে হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের আগে কিছু দিকের উন্নতিতে মনোযোগী হতে হবে তাকে।
“প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পারফম্যান্স সব মিলিয়ে দারুণ এবং পরিপূর্ণ ছিল। খুবই আনন্দচিত্তে আমরা মাঠ ছেড়েছি এবং এখন তাকিয়ে আছি সামনের দিকে। তবে, বিশ্বকাপের আগে দলীয় পারফরম্যান্সের উন্নতিতে অবশ্যই কিছু কাজ করতে হবে আমাদের।”