ফরাসি ফুটবল
Published : 05 Jun 2025, 06:15 PM
চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী উসমান দেম্বেলের আরও বড় প্রাপ্তির সম্ভাবনা দেখছেন দিদিয়ে দেশম। মৌসুমের দ্বিতীয়ভাগে দুর্দান্ত পারফরম্যান্সে পিএসজির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরোয়ার্ডকে এবারের ব্যালন দ’রের লড়াইয়ে এগিয়ে রাখছেন ফ্রান্স কোচ। তার বিশ্বাস, ‘প্রতিদ্বন্দ্বী’ লামিনে ইয়ামালকে টপকে স্বীকৃতিটি পাবেন ফরাসি রাইট-উইঙ্গার।
পিএসজির জার্সিতে এবারের মৌসুমটা অসাধারণ কেটেছে দেম্বেলের। ফরাসি ক্লাবটির অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অনেক বড় অবদান রেখেছেন তিনি। দলটির আক্রমণভাগের নেতৃত্ব দিয়ে ১৫ ম্যাচ খেলে করেছেন ৮ গোল। অবদান রেখেছেন সতীর্থদের ৬টি গোলে।
আসরে ২৮ বছর বয়সী এই ফুটবলারের চেয়ে বেশি গোল করতে পারেননি পিএসজির আর কেউ। ধারাবাহিক পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।
শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, মৌসুমে লিগ আঁ ও ফরাসি কাপও জিতেছেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারের মৌসুমে পিএসজির হয়ে ৪৯ ম্যাচে ৩৩ গোল করেছেন তিনি। নামের পাশে অ্যাসিস্ট ১৫টি।
এবারের মৌসুমটা দারুণ কেটেছে বার্সেলোনার ১৭ বছর বয়সী ইয়ামালেরও। কাতালান ক্লাবটির লা লিগা, স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে অবদান রেখেছেন এই স্প্যানিয়ার্ড।
এবারের ব্যালন দ’র লড়াইয়ে ইয়ামাল ও দেম্বেলেকে মূল প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে। আগামী সেপ্টেম্বর প্যারিসে এই দুই জনের কারো হাতে উঠতে পারে পুরস্কারটি।
নেশন্স লিগের সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে দেম্বেলে ও ইয়ামালকে।
ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে ওঠে ব্যালন দ’র প্রসঙ্গ। সেখানে দেশম বলেন, বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি এবার ২৪ বছর বয়সী দেম্বেলেরই প্রাপ্য।
“যেহেতু সে (উসমান দেম্বেলে) ফরাসি এবং মৌসুমটা যেভাবে উদযাপন করছে, (ব্যালন দ’র লড়াইয়ে) অবশ্যই আমার ভোট তার পক্ষে। চলমান নেশন্স লিগ এখানে কিছুটা ভূমিকা রাখতে পারে, ক্লাব বিশ্বকাপও। যদি আমাকে বেছে নিতে হয়, আমি নিশ্চিতভাবেই উসমানকে বেছে নেব।”
“স্প্যানিয়ার্ডরা কী ভাবছে, এ বিষয়ে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না তারা একই কথা বলবে। তবে মৌসুমটা যেভাবে কাটাচ্ছে উসমান, পরিষ্কারভাবে এগিয়ে সে এবং পুরস্কারটি তার প্রাপ্য।”
নেশন্স লিগের অন্য সেমি-ফাইনালে বুধবার জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। শিরোপা নির্ধারণী ম্যাচ আগামী রোববার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। এই মাঠেই গত শনিবার ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা ঘরে তুলেছিল ফরাসি ক্লাব পিএসজি।