Published : 05 Jun 2025, 04:10 PM
খুব কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন ব্রাজিলের। তবে দলের দারুণ সব প্রতিভা ও স্কোয়াডের শক্তি দেখে আশাবাদী হয়ে উঠছেন কোচ কার্লো আনচেলত্তি। নতুন চ্যালেঞ্জের শুরুতেই একুয়েডরের মতো কঠিন প্রতিপক্ষ হলেও দলের অবস্থা যাচাইয়ের জন্য ম্যাচটি খুব কাজে আসবে বলে বিশ্বাস কোচের।
ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন কোচ আনচেলত্তি, একাধিকবার। ভিন্ন দুই দলের হয়ে জিতেছেন ক্লাব ফুটবলের ‘সর্বোচ্চ ট্রফি’ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। রেয়াল মাদ্রিদের ইতিহাসের সফলতম কোচের মর্যাদায় বসেই তিনি ক্যারিয়ারে প্রথমবারের মতো নিয়েছেন কোনো জাতীয় দলের দায়িত্ব।
তার হাত ধরেই গত কয়েক বছরের ব্যর্থতা আর হতাশা মুছে ফেলার আশায় আছে সেলেসাওরা। আনচেলত্তিও দেখিয়েছেন স্বপ্ন, দিয়েছেন হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের প্রতিশ্রুতি। কিন্তু, বিশেষ করে ২০২২ বিশ্বকাপ থেকে ব্রাজিল দলটির যে নাজুক অবস্থা, তাতে এই দলকে ঘিরে স্বপ্ন পূরণ হবে ভীষণ কঠিন।
তবে আনচেলত্তির আশার পালে দোলা দিচ্ছে দলের তারকা ও প্রতিভাবান সব খেলোয়াড়ের উপস্থিতি। কয়েক দিনের অনুশীলনে এস্তোভো, আন্দ্রেই, আন্দ্রেয়াস, মাথেউস কুইয়াদের সামর্থ্য দেখে আশাবাদী হচ্ছেন তিনি। সঙ্গে পুরোনো শিষ্য ভিনিসিউস জুনিয়র তো আছেনই।
“আমার মনে হয়, এখানে এই পদ আমার ক্যারিয়ারের জন্য দারুণ একটা ব্যাপার। প্রথমবারের মতো কোনো জাতীয় দলকে কোচিং করানো, সেটাও ব্রাজিল জাতীয় দলকে, এটা সাধারণ কোনো দল নয়। এটা ঐতিহাসিক।”
“এখানে আমার সেরাটা দিতে এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে খুবই রোমাঞ্চিত। এখানে যা দেখছি, খেলোয়াড় এবং তাদের এই হলুদ জার্সি পরার তাড়না আমাকে অনেক আত্মবিশ্বাস যোগাচ্ছে।”
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। গত দুই আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া দলটি গত বছরের কোপা আমেরিকায় নকআউট পর্বের প্রথম ধাপ থেকেই বিদায় নেয়।
২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও ভালো অবস্থায় নেই তারা। একসময় টেবিলের ষষ্ঠ স্থানে নেমে যাওয়া দলটি ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখন আছে চতুর্থ স্থানে। পরের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোর পাঁচটায় একুয়েডরের মাঠে খেলবে। সমান ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা।
ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, দলের অবস্থা যাচাইয়ে একুয়েডর পরীক্ষা দারুণ কাজে আসবে।
“একুয়েডর ভালো খেলছে, গোছানো একটা দল। তাদের বিপক্ষে লড়াই (আমাদের জন্য) দারুণ একটা পরীক্ষা হবে। যে মান আমাদের আছে, সব দিক থেকেই সেটা আমাদের ফুটিয়ে তুলতে হবে, ব্যক্তিগত ও দলগতভাবে।”