স্প্যানিশ ফুটবল
Published : 23 May 2025, 05:31 PM
সবকিছু যা অনুমেয়, তা মুখ ফুটে সংশ্লিষ্ট কেউ বলছে না। তবে এবার স্পষ্ট বার্তা দিলেন কার্লো আনচেলত্তি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পরবর্তী কোচের নাম প্রকাশ করলেন রেয়াল মাদ্রিদের বিদায়ী কোচ। অবশ্য কোনো চমক নেই তাতে, শাবি আলোন্সোই হতে যাচ্ছেন ইতালিয়ান কোচের উত্তরসূরি।
আগামী শনিবার রেয়াল সোসিয়াদাদ ম্যাচ দিয়ে রেয়াল মাদ্রিদ কোচ হিসেবে পথচলা থামবে আনচেলত্তির। এরপর তিনি নেবেন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব। তার জায়গায় আসবেন এই মৌসুম দিয়ে বায়ার লেভারকুজেনের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়া রেয়ালের সাবেক মিডফিল্ডার আলোন্সো।
বুন্ডেসলিগায় টানা দুই মৌসুম প্রতিপক্ষের মাঠে অপরাজিত থাকার রেকর্ড গড়ে লেভারকুজেন অধ্যায়ের ইতি টেনেছেন আলোন্সো। আগের মৌসুমে দলকে জিতিয়েছিলেন বুন্ডেসলিগা ও জার্মান কাপের ডাবল।
তার নাম উচ্চারণ না করেই সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো, রেয়ালের ভবিষ্যৎ কোচদের জন্য কী থাকবে আনচেলত্তির পরামর্শ? উত্তর দিতে গিয়েই যাকে এক সময়ে কোচিং করিয়েছেন, তার নাম সামনে আনলেন ইতালিয়ান কোচ।
“আমি কোনো উপদেশ দিতে চাই না। সবারই নিজস্ব পন্থা থাকে। তবে আমি আশা করব, সে রেয়াল মাদ্রিদে কাজ উপভোগ করবে। শাবি আলোন্সো হবে প্রথম এবং তার জন্য জগতের সমস্ত শুভকামনা থাকল। রেয়াল মাদ্রিদকে কোচিং করানোর মান তার আছে। আশা করি, সে এটা উপভোগ করবে, আমার কেবল এতটুকুই বলার আছে।”
সোসিয়েদাদ ম্যাচ দিয়ে ক্লাব ফুটবলকে বিদায় জানিয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচিংয়ে যোগ দেবেন আনচেলত্তি। সেখানে তার প্রথম লক্ষ্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে পরের আসরের চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়া।
তার বিদায়ের পর দ্রুতই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করবে রেয়াল। ক্লাব বিশ্বকাপ দিয়ে শুরু হবে তার যাত্রা।