ইংলিশ ফুটবল
Published : 28 Feb 2025, 10:00 PM
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে বারবার জিজ্ঞেস করা হলো পেপ গুয়ার্দিওলাকে। ম্যানচেস্টার সিটি কোচ তিনবার উত্তর না দিয়ে বললেন, ‘নেক্সট।’ লা লিগা প্রধানের অভিযোগ সম্পর্কিত প্রশ্নের জবাবে এভাবেই কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
মাঝেমধ্যেই ম্যানচেস্টার সিটির সমালোচনা করে থাকেন তেবাস। বৃহস্পতিবার লন্ডনে ‘ফিন্যান্সিয়াল টাইমস বিজনেস অব ফুটবল সামিটে’ এক সংবাদ সম্মেলনে তেবাস বলেন, আর্থিক নিয়ম লঙ্ঘনের জন্য ২০২৩ সালে ইউরোপীয় কমিশনের কাছে সিটির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। যা ‘তদন্ত পর্যায়ে’ আছে বলেও মন্তব্য করেন লা লিগা সভাপতি।
সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগ রয়েছে। এই মামলায় রায় জানার অপেক্ষায় আছে লিগ চ্যাম্পিয়নরা।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে প্লাইমাউথের বিপক্ষে ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলার কাছে জানতে চাওয়া হয়, কেন তেবাসের মতো অনেকের অভিযোগের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সিটি। স্প্যানিশ কোচ বলেন, ‘আমি জানি না।’
“অতীতে (ম্যানচেস্টার সিটির সঙ্গে) এসব ঘটেছে উয়েফায়, কয়েক সপ্তাহের মধ্যে প্রিমিয়ার লিগেও ঘটবে, শাস্তি (১১৫টি অভিযোগের জন্য), তাই না? আমরা অপেক্ষা করি এবং তারপর কথা বলি।”