Published : 26 May 2025, 05:06 PM
রেয়াল মাদ্রিদের সঙ্গে শাবি আলোন্সোর চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পরদিন বায়ার লেভারকুজেন তাদের নতুন কোচ নিয়োগ দিল। জার্মান ক্লাবটিতে আলোন্সোর উত্তরসূ্রি হিসেবে দায়িত্ব নিলেন এরিক টেন হাগ।
গত অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ছাঁটাই হওয়ার পর একরকম বেকার বসে ছিলেন টেন হাগ। তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা সোমবার জানিয়েছে জার্মান ক্লাবটি।
২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই দায়িত্বে থাকবেন ডাচ কোচ টেন হাগ।
ম্যানচেস্টার ইউনাইটেডে দুই বছরের একটু বেশি সময় কাটান টেন হাগ। সেখানে সময়টা যদিও তার মোটেও ভালো কাটেনি। ২০২২-২৩ মৌসুমের লিগ কাপ ও পরের মৌসুমে এফএ কাপ জিতলেও, ওল্ড ট্র্যাফোর্ডে শেষটা ভীষণ বাজে কাটে তার।
ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার আগে আয়াক্সে দুর্দান্ত সময় কেটেছিল টেন হাগের। তিনটি লিগ শিরোপা জয়ের পাশাপাশি স্বদেশের ক্লাবকে ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তুলেছিলেন তিনি।
আলোন্সোর কোচিংয়ে ২০২৩-২৪ মৌসুমে বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকে শিরোপা জয়ের কীর্তি গড়ে লেভারকুজেন। ওই মৌসুমে তারা ঘরে তোলে জার্মান কাপও, উঠেছিল ইউরোপা লিগের ফাইনালে।
স্মরণীয় সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা এবার অবশ্য ধরে রাখতে পারেনি দলটি। হারাতে হয়েছে তাদের সেরার আসনে বসানো কোচ আলোন্সোকেও।
৫৫ বছর বয়সী টেন হাগের সামনে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।