চ্যাম্পিয়ন্স লিগ
Published : 10 Mar 2025, 09:41 PM
চ্যাম্পিয়ন্স লিগে দলের সর্বোচ্চ গোলদাতা ফ্লোরিয়ান ভিরৎজকে সামনের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাবে না বায়ার লেভারকুজেন। তাতেও অবশ্য আত্মবিশ্বাসের কমতি নেই তাদের। শেষ ষোলোর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অবিশ্বাস্য কিছুর আশায় আছেন দলটির কোচ শাবি আলোন্সো।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথম লেগটি একদমই ভালো কাটেনি লেভারকুজেনের। বায়ার্নের মাঠে তারা হেরে যায় ৩-০ গোলে। কোয়ার্টার-ফাইনালে উঠতে ঘরের মাঠে তাই অসাধারণ কিছু করতে হবে দলটিকে।
কাজটি যে খুব কঠিন, ভালো করেই জানেন আলোন্সো। প্রথম লেগ শেষে তাই তিনি বলেছিলেন, দ্বিতীয় লেগে ‘মিরাকলের’ আশায় থাকবেন তারা।
নিজ আঙিনায় মঙ্গলবার বায়ার্নের মুখোমুখি হবে লেভারকুজেন। কঠিন চ্যালেঞ্জটিতে নামার আগেই বড় এক ধাক্কা খেয়েছে তারা। বুন্ডেসলিগায় শনিবার ভার্ডার ব্রেমেনের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে লিগামেন্টে চোট পেয়েছেন ভিরৎজ। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে ৬ গোল করেছেন জার্মানির এই অ্যাটাকিং মিডফিল্ডার।
তবে, ২১ বছর বয়সী ভিরৎজকে হারানোকে দলের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখতে চান আলোন্সো।
“তার জন্য সত্যিই আমার খারাপ লাগছে, কারণ সে দারুণ ছন্দে ছিল। এখন আমাদের সামনে দেখানোর সুযোগ যে, আমরা পরিপূর্ণ দল এবং তাকে ছাড়াও আমরা জিততে পারি।”
“ম্যাচ শুরুর পর অনেক অপ্রত্যাশিত কিছুই ঘটতে পারে। আমাদের জন্য এই ম্যাচটি সবকিছু, হয় এগিয়ে যেতে পারব, নয়তো ছিটকে পড়তে হবে।”
প্রথম লেগে ওই হারের আগে বায়ার্নের বিপক্ষে আগের ছয় দেখায় অপরাজিত ছিল লেভারকুজেন। গত ডিসেম্বরে জার্মানির সফলতম দলটিকেই হারিয়েই জার্মান কাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা।
তাই নিজেদের ওপর আস্থা রেখে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার তাগিদ দিলেন আলোন্সো।
“প্রথম যে কাজটি করতে হবে, তা হলো নিজেদের ওপর আস্থা রাখা। সমর্থকদেরও প্রথম সেকেন্ড থেকে বিশ্বাস করতে হবে যে, আমরা ম্যাচটি জিততে পারি। এটা অন্য পর্যায়ের একটা ম্যাচ। আমাদের হৃদয়, আবেগ ও মাথা দিয়ে খেলতে হবে। আমাদের সামনে সুযোগ রয়েছে (ঘুরে দাঁড়ানোর)। শেষ পর্যন্ত লড়াই করতে হবে। তবে এমন পরিস্থিতিতেই অবিশ্বাস্য কিছু অর্জন করা যায়। ভিরৎজের চোটও অনুপ্রেরণা যোগাবে, আমরা এই বড় উপলক্ষের জন্য লড়ব, ভিরৎজের জন্যও।”
“বিভিন্ন কারণে এটা (পরের ধাপে ওঠা) করতে পারব বলে আত্মবিশ্বাসী। তবে আমরা যে অবস্থায় আছি, এখানে হারানোর কিছু নেই। বায়ার্নের শতভাগ সমর্থকই বিশ্বাস করে তারা পরের ধাপে যাবে।”