Published : 21 Mar 2025, 01:48 AM
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী ও দেশটির সাবেক সাঁতারু ক্রিস্টি কভেন্ট্রি। সংস্থাটির ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী ও প্রথম আফ্রিকান সভাপতি তিনি।
টমাস বাখের স্থলাভিষিক্ত হলেন দুইবারের অলিম্পিকস সোনা জয়ী কভেন্ট্রি। ২০১৩ সাল থেকে আইওসির সভাপতি ছিলেন বাখ।
গ্রিসে বৃহস্পতিবারের নির্বাচনে প্রথম রাউন্ডে ৯৭ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন ৪১ বছর বয়সী কভেন্ট্রি। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন স্পেনের হুয়ান আন্তোনিও সামারা।
আইওসির দশম সভাপতি হলেন কভেন্ট্রি। আগামী অন্তত আট বছরের জন্য এই পদে থাকবেন তিনি।