Published : 30 May 2025, 06:17 PM
ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সম্ভাব্য ঠিকানা হিসেবে রেয়াল মাদ্রিদের নামটা বলা যায় একরকম নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। ক্লাব বিশ্বকাপের আগেই ইংলিশ তারকা ডিফেন্ডারকে চুক্তিভুক্ত করল স্প্যানিশ ক্লাবটি।
লিভারপুল থেকে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে ছয় বছরের চুক্তিতে দলে টানার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।
লিভারপুলে দুই দশকের যাত্রা শেষের ঘোষণা আগেই দিয়েছিলেন ২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক। এর আগে থেকেই তার রেয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল।
বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার এবং ক্লাব বিশ্বকাপের আগে তাকে রেয়াল পাবে কি-না, সেটাই ছিল দেখার। দুই দলের দেওয়া বিবৃতিতে সবকিছুর উত্তর মিলে গেছে। আগামী ৩০ জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি ছিল অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের। মাসখানেক আগেই তাকে ছেড়ে দেওয়ায় কিছু ট্রান্সফার ফি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
ছয় বছর বয়সে লিভারপুলে যোগ দিয়ে, ক্লাবের বয়সভিত্তিক ও যুব দল হয়ে ২০১৬ সালে মূল দলে জায়গা করে নেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে সময়ের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি।
ক্লাবটির সিনিয়র দলের হয়ে মোট ৩৫৪টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে দলের দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান আছে তার।
মৌসুম জুড়ে চোট যেভাবে ভুগিয়েছে রেয়াল মাদ্রিদকে, তাতে দলটির জন্য ক্লাব বিশ্বকাপের আগেই অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে পাওয়া দারুণ ব্যাপার। একের পর এক চোটের ছোবলে রেয়াল মাদ্রিদের রক্ষণভাগ তো জর্জরিত। সেখানে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে পাওয়া নতুন কোচ শাবি আলোন্সোর জন্যও স্বস্তির।
রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ রাইট-ব্যাক দানি কার্ভাহালের বয়স হচ্ছে। তার জায়গায় অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড হতে পারেন সেরা বিকল্প।
অবশ্য কেবল রক্ষণেই নয়, দলের প্রয়োজনে মাঝমাঠেও খেলতে পারদর্শী তিনি। লিভারপুলে গত কয়েক মৌসুমে মিডফিল্ডারের শূন্যতা পূরণ করা এই ফুটবলার মূল দলের হয়ে মোট ২৩টি গোল করেছেন, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯২টি।
২০১৮ সাল থেকে ইংল্যান্ড জাতীয় দলেও নিয়মিত সদস্য তিনি। দেশের হয়ে দুটি বিশ্বকাপ খেলা অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড জাতীয় দলের হয়ে গোল করেছেন ৪টি।
ক্লাব বিশ্বকাপে আগামী ১৮ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে রেয়াল মাদ্রিদের। সবকিছু পরিকল্পনামতো এগোলে ওই ম্যাচ দিয়েই ক্লাবটির হয়ে যাত্রা শুরু হবে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের।