কান্নাভেজা বিদায়ে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড বললেন, ‘জীবনের সেরা দিন’
৬ বছর বয়সে যে ক্লাবে পা রেখেছিলেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, যেখানে কাটিয়েছেন জীবনের ২০ বছর, সেই লিভারপুলে শেষ ম্যাচে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা তারকা।