নারী ফুটবল
Published : 31 May 2025, 10:12 PM
প্রথমবারের মতো শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার রোমাঞ্চ ছিল সঙ্গী। তাড়না ছিল এমন উপলক্ষ রাঙিয়ে রাখার। চোখে চোখে রেখে লড়লেন ঋতুপর্ণা-আফঈদারা। শেষ দিকে ভাগ্যকেও পাশে পেল বাংলাদেশ। আক্রমণে অধিপত্য করলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল পিটার জেমস বাটলারের দল।
জর্ডানের আম্মানের কিং আবদুল্লাহ (২) স্টেডিয়ামে শনিবার প্রথম প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী দল।
আগামী মঙ্গলবার সফরে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে পিটার জেমস বাটলারের দল।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৩৩তম) চেয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার (৯৪তম) বিপক্ষে শুরু থেকে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। পরিসংখ্যানেও ফুটে উঠছে তা। ম্যাচে ইন্দোনেশিয়া গোলের জন্য ৯ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি শটের ৭টি রাখে লক্ষ্যে, তবুও মেলেনি গোল।
দুইবারের উইমেন’স সাফ জয়ী রুপনা ছিলেন পোস্টে বিশ্বস্ত দেয়াল হয়ে। ৮০তম মিনিটে ওক্তাভিয়ানি রেভার শট বাঁ দিকে ঝাঁপিয়ে কোনোমতে আটকান তিনি। একটু পর পাল্টা আক্রমণে ওঠা ঋতুপর্ণা চামকা শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন ইন্দোনেশিয়ার এক ডিফেন্ডার।
৮৭তম মিনিটে ঋতুপর্নার ফ্রি কিক অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। হতাশায় মুখ ঢাকেন ডাগআউটে থাকা কোচ, কোচিং স্টাফরা।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। আক্রমণ আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফেরে। একটু পর ইন্দোনেশিয়া জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল। এর পরপরই বাজে শেষের বাঁশি।
আগামী জুন-জুলাইয়ে মিয়ানমারে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপের বাছাই সামনে রেখে জর্ডান সফর করছে বাংলাদেশ।